Short Questions from River System Class 10 : নদীর কাজ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নদীর কাজ

    নদী কাকে বলে ?

উঃ বৃষ্টির জল, তুষার-গলা জল, হ্রদ বা ঝর্ণার জল ভূমির ঢাল অনুসারে গড়িয়ে এসে স্বাভাবিক যে জলধারা বা জলস্রোতের সৃষ্টি করে তাকে নদী বলে ।

 

উপনদী কাকে বলে?

উঃ প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মেশে, এদের উপনদী বলে। যেমন- গঙ্গার উপনদী যমুনা।

 

শাখা নদী কাকে বলে ?

উঃ প্রধান নদী থেকে অনেক সময় শাখার আকারে কিছু নদী বেড়িয়ে যায়, এদের শাখানদী বলে। যেমন- গঙ্গার শাখানদী ভাগিরথী ।

 

আদর্শ নদী কাকে বলে ?

উঃ যে নদীর তিনটি গতি রয়েছে, তাকে আদর্শ নদী বলে।

ভারতের একটি আদর্শ নদীর নাম লেখ।

উঃ গঙ্গা।

 

পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কী?

উঃ নীলনদ।

 

ভারতের দীর্ঘতম নদীটির নাম কী?

উঃ গঙ্গা।

 

বহির্জাত শক্তি হিসাবে নদীর প্রধান কাজ কি ?

উঃ ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ।

 

নদীর কয়টি গতি রয়েছে ?

উঃ তিনটি। উচ্চ বা পার্বত্য প্রবাহ, মধ্য বা সমভূমি প্রবাহ ও নিম্ন গতি বা ব-দ্বীপ প্রবাহ

 

গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত?

উঃ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত।

নদী গোষ্ঠী কাকে বলে ?

উঃ প্রধাননদী, তার উপনদী ও শাখানদীকে একত্রে নদী গোষ্ঠী বলে।

 

নদী অববাহিকা কাকে বলে ?

উঃ যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রধাননদী, তার উপনদী ও শাখানদী প্রবাহিত হয়, তাকে নদী অববাহিকা বলে।

 

জলবিভাজিকা কাকে বলে ?

উঃ দুটি নদী গোষ্ঠীর মধ্যবর্তী উচ্চভূমি তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন রাখে, তাকে জলবিভাজিকা বলে।

 

আহরণ ক্ষেত্র বা ধারণ অববাহিকা কাকে বলে?

উঃ একটি নদী এবং তার বিভিন্ন উপনদী সমূহ যে সব অঞ্চলের জল সংগ্রহ করে সেইসব অঞ্চলকে একসঙ্গে প্রধান নদীটির আহরণ ক্ষেত্র বলে।

 

সঙ্গম কাকে বলে?

উঃ দটি নদীর মিলন স্থলকে সঙ্গম বলে।

 

মোহানা কালে বলে ?

উঃ নদী যেখানে সমুদ্রে মেশে তাকে নদীর মোহানা বলে ।

 

উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি ?

উঃ ক্ষয় কার্য।

 

পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী?

উঃ ক্ষয় কার্য।

 

নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে ?

উঃ অবর্ঘষ, ঘর্ষন, বুদবুদ ক্ষয় ও দ্রবণ।

 

উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ গঠন করে ?

উঃ ‘V’ আকৃতির উপত্যকা, শৃঙ্খলিত শৈলশিরা, গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোতা, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ।

 

পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কী হয়?

উঃ নদী উপত্যকার আকৃতি ইংরেজি ‘V’ অক্ষরের মত হয়।

 

নদী উপত্যকার দু'পাশে ধাপযুক্ত ভুমিরূপকে কী বলা হয় ?

উঃ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার দু'পাশে থাকা ধাপযুক্ত ভুমিরূপকে নদীমঞ্চ বলা হয় ।

 

গিরিখাত কাকে বলে ?

উঃ নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে ।

 

পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি ?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যাণ্ড ক্যানিয়ন।

 

নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় ?

উঃ পার্বত্য প্রভাবে।

 

পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?

উঃ ভেনিজুয়েলার কারাও নদীর অ্যাঞ্জেল জলপ্রপাত।

 

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

উঃ কর্র্ণাটক রাজ্যের অন্তর্গত সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত।

 

রাপিড কী ?

উঃ কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে রাপিড বলে ।

 

প্রপাতকূপ কাকে বলে ?

উঃ জলপ্রপাতের বিপুল পরিমাণ জল কঠিন শিলার ওপর থেকে নিচে পরার ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে প্লাঞ্জপুল বা

প্রপাতকূপ বলে।

 

মন্থকূপ কী?

উঃ পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় পাথর ও নদীখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয়, এগুলিকে বলে মন্থকূপ।

 

নদীর কোন স্থলে পলিশঙ্কু গঠিত হয় ?

উঃ নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগ স্থলে পলিশঙ্কু সৃষ্টি হয়

 

নদী কি কি পদ্ধতিতে বহন কাজ করে ?

উঃ দ্রবণ, ভাসমান, লম্ফদান ও আকর্ষন।

 

মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি ?

উঃ বহন ও সঞ্চয় কাজ।

 

মধ্য গতিতে নদী কি কি ভূমিরূপ গঠন করে ?

উঃ প্রসস্ত ‘V’ আকৃতির উপত্যকা, প্লাবান ভূমি, বিল, চড়া, স্বাভাবিক বাঁধ।

 

নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি ?

উঃ সঞ্চয় কাজ

 

নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয়?

উঃ তৃতীয় অংশ অর্থাৎ নিম্নগতিতে।

 

নিম্ন গতিতে নদী কি কি ভূমিরূপ গঠন করে ?

উঃ আঁকাবাকা নদী, সমপ্রায় ভুমি, অশ্বখুরাকৃত হ্রদ, -দ্বীপ।

 

নদীর ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠন করে ?

উঃ ‘V’ আকৃতির উপত্যকা, শৃঙ্খলিত শৈলশিরা, গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোতা, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ।

 

নদীখাত খুব সঙ্কীর্ণ ও গভীর হলে তাকে কী বলে?

উঃ গিরিখাত।

 

সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর কোন গতিতে ?

উঃ সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর নিম্নগতিতে ।

 

নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠন করে ?

উঃ আঁকাবাকা নদী, সমপ্রায় ভুমি, অশ্বখুরাকৃত হ্রদ, -দ্বীপ।

 

পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?

উঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল গঙ্গা নদীর মোহনা ।

 

নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি?

উঃ ব্রহ্মপুত্র নদের বুকে মাজুলি দ্বীপ।

 

নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কী বলে?

উঃ আঁকা-বাঁকা গতিপথ বা মিয়েণ্ডার।

 

সমপ্রায়ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাকে কী বলে ?

উঃ সমপ্রায়ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাকে মোনাডনক বলে ।

 

নদীপ্রবাহ পরিমাপের একককে কী বলে?

উঃ কিউসেক।

 

কিউসেক কী?

উঃ নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকেই বলে কিউসেক।

 


Share:

1 comment:

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews