COTTON CULTIVATION CLASS 10 || কার্পাস বা তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ || দশম শ্রেণী

Q. কার্পাস বা তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি আলোচনা কর ?

ভারতের একটি অর্থকরী ফসল হল কার্পাস। বানিজ্যিক উদ্দেশ্যে আমাদের দেশে কার্পাস বা তুলা চাষ করা হয়ে থাকে। যে সকল অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলির কারনে আমাদের দেশে কার্পাস চাষের প্রসার লাভ করেছে, তাদের আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যথা - A. প্রাকৃতিক পরিবেশ এবং B. অর্থনৈতিক পরিবেশ।

A. প্রাকৃতিক পরিবেশ :: কার্পাস চাষের প্রাকৃতিক পরিবেশ গুলি নিম্নরূপ – ১) তাপমাত্রা •
হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কার্পাস চাষ ভালো হয়। কার্পাস চাষের বিভিন্ন পর্যায়ে প্রায় ৫০ সেমি থেকে ১০০ সেমি বৃষ্টিপাত প্রয়োজন । কার্পাস গাছ বৃদ্ধির সময় বাতাসে আর্দ্রতা বেশী থাকা প্রয়োজন।
রোদ ঝলমল উষ্ণ আবহাওয়া কার্পাস বা তুলা চাষের পক্ষে আদর্শ। কার্পাস চাষের বিভিন্ন পর্যায়ে তাপমাত্রা ২০º সেন্টিগ্রেড থেকে ২৭º সেন্টিগ্রেড থাকা দরকার । অত্যধিক শীত ও তুহীন কার্পাসের ক্ষতি করে। তাই বছরে অন্তত ২০০ টি তুহিন মুক্ত দিবস থাকা দরকার। ২) বৃষ্টিপাত • ৩) মৃত্তিকা •
B. অর্থনৈতিক পরিবেশ :: কার্পাস চাষের অর্থনৈতিক বা অপ্রাকৃতিক পরিবেশ গুলি নিম্নরূপ –
উর্বর লবণাক্ত, হালকা চুনমিশ্রিত, দোআঁশ মাটি কার্পাস বা তুলা চাষের জন্য আদর্শ । ভারতের রেগুর বা কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে এছাড়া পলিমাটিতে কার্পাস চাষ ভালো হয়। ৪) ভূমিঢাল • জমিতে জল দাঁড়ালে কার্পাস চাষের ক্ষতি হয় তাই কার্পাস বা তুলা চাষের জন্য জল নিকাশি ব্যবস্থা যুক্ত প্রায় সমতল ভূমির প্রয়োজন । ১) দক্ষ ও সুলভ শ্রমিক •
কার্পাস চাষের জন্য প্রয়োজনীয় মূলধন চাষীরা বিভিন্ন ব্যাংক ও বীমা সংস্থা থেকে স্বল্প সুদে ‘কৃষি ঋণ’ হিসাবে সংগ্রহ করতে পারে।
কার্পাস বা তুলা চাষের বিভিন্ন পর্যায়ে, যেমন চাষের জমি তৈরী, সার প্রয়োগ, ‘বল উইভিল’ পোকার হাত থেকে ক্ষেত বাঁচাতে কীটনাশক প্রয়োগ, তুলা থেকে আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের সময় প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় । ২) আধুনিক যন্ত্রপাতি • কার্পাস চাষের জন্য বর্তমানে ট্র্যাক্টর, হার্ভেস্টার, রিপার, জলসেচের জন্য পাম্পসেট প্রভৃতি আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করা হয় । ৩) মূলধন • ৪) উন্নত গবেষণা •
## উপরি উক্ত প্রাকৃতিক ও অর্থনৈতিক বিষয় গুলি কার্পাস বা তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলির অন্যতম এবং এদের মেল বন্ধনে আজ ভারত কার্পাস চাষে অগ্রনী হয়েছে ।
ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রগুলি একাধিক উচ্চ ফলনশীল কার্পাস বীজ যথা সুজাতা, ভারতী প্রভৃতি বীজ সৃষ্টি করেছে তার ফলে, কৃষি উৎপাদন বেড়েছে, চাষীদের আয় বেড়েছে । ৫) সরকারী নীতি • ভারত সরকার দ্বারা ফসলের ন্যায্য মূল্যের নিম্নসীমা স্থির, দেড় গুণ সহায়ক মূল্য প্রদান, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনে ঋণ মুকুব, প্রভৃতি চাষীদের কার্পাস চাষে উৎসাহ দেয়।

Share:

Related Posts:

No comments:

Post a Comment

Columbus
14°C
Drizzle
3.7 m/s
76%
766 mmHg
20:00
14°C
21:00
14°C
22:00
14°C
23:00
14°C
00:00
14°C
01:00
14°C
02:00
14°C
03:00
14°C
04:00
15°C
05:00
15°C
06:00
16°C
07:00
17°C
08:00
18°C
09:00
18°C
10:00
18°C
11:00
18°C
12:00
18°C
13:00
19°C
14:00
20°C
15:00
20°C
16:00
20°C
17:00
18°C
18:00
15°C
19:00
13°C
20:00
12°C
21:00
12°C
22:00
12°C
23:00
11°C
Web sitesi için Hava Tahmini widget

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews

146,212