Short Question from Glacier Class 10 : হিমবাহের কাজ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 হিমবাহের কাজ

           হিমরেখা কী?

      উঃ পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর তুষার বা বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে।

 

·       হিমবাহ কী  ?

·       উত্তর:- চলমান বরফের স্তুপকে হিমবাহ (Glacier) বলে ।

 

·       হিমবাহ বলতে কী বোঝ?

·       উঃ স্থলভাগের তুষার ও জমাট বাঁধা কঠিন বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরগতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে তখন তাকে বলে হিমবাহ।

 

·       হিমশৈল কাকে বলে?

·       উঃ সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তূপকে বলে হিমশৈল।

 

·       পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী?

·       উঃ ল্যামবার্ট।

 

·       পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী?

·       উঃ গ্রীণল্যাণ্ডের জ্যাকোভসাভোঁ ইসব্রে।

 

·       ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?

·       উঃ সিয়াচেন।

 

·       পৃথিবীর কোথায় কোথায় হিমবাহের কাজ প্রাধান্য পেয়েছে ?

·       উঃ উচ্চ অক্ষাংশে বা মেরুপ্রদেশে এবং উচু পার্বত্য অঞ্চলে।

 

·       হিমবাহের প্রধান কাজ কি ?

·       উঃ ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ।

 

·       হিমবাহ কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?

·       অবঘর্ষ, ঘর্ষন ও উৎপাটন প্রক্রিয়া।

·       হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ গুলি কি কি ?

·       উঃ ‘U’ আকৃতির উপত্যকা, রসেমোতানে, ঝুলন্ত উপত্যকা, এরিটি, সার্ক, পলকাটা ইত্যাদি।

 

·       হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয় ?

·       উঃ ইংরেজি অক্ষর ‘U’ এর মত হয়।

 

·       হিমদ্রোণী কাকে বলে ?

·       উঃ ‘U’ আকৃতির উপত্যকাকে হিমদ্রোণী বলে।

 

·       রসে মোতানে কী  ?

·       উঃ রসে মোতানে হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ ।

 

·       এরিটি  বা অ্যারেৎ কী  ?

·       উত্তর:- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ ।

 

·       হিমবাহ গলিত জল করিতে জমা হলে তাকে কী বলে?

·       উঃ করিহ্রদ।

 

·       হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোন হ্রদ সৃষ্টি হয়?

·       উঃ করি হ্রদ।

 

·       ক্রেভাসেস কী  ?

·       উত্তর:- হিমবাহের উপরের পৃষ্ঠের ফাটল গুলিকে ক্রেভাসেস বলে ।

 

·       প্যাটানস্টার হ্রদ কিভাবে সৃষ্টি হয় ?

·       উত্তর:- হিমসিঁড়ির মধ্যে হিমবাহ-গলা জল জমে প্যাটানস্টার হ্রদ সৃষ্টি হয় ।

 

·       হিমবাহের সঞ্চয়কার্যে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ ?

·       উঃ গাবরেখা, কেম, এসকার, ড্রামলিন।

 

·       বহিঃবিধৌত সমভূমি হিমবাহের কোন কাজের ফলে গঠিত হয় ?

·       উত্তর:- বহিঃবিধৌত সমভূমি হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয় ।

·       হিমবাহের দুপাশে যখন পাথর, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয় তখন তাকে কী বলে?

·       উঃ পার্শ্ব গাবরেখা।

 

·       ড্রামলীন কী  ?

·       উঃ ড্রামলীন হল হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ । ভূ-পৃষ্ঠের ওপর এদের দেখতে অনেকটা উলটানো চামচের মত ।

 

·       ডিমের ঝুড়ি অঞ্চল কাকে বলে ?

·       উঃ একসাথে অনেক গুলি ড্রামলিন যুক্ত অঞ্চলকে।

·       এসকার কাকে বলে ?

·       উঃ হিমবাহে ঢাকা নদীখাতে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ, স্বল্প উঁচু আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপ গঠিত হয় তাকে এসকার বলে ।

 

·       কেম কি ?

·       উত্তর:- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কেম বলে ।

 

·       হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কী বলে ?

·       উত্তর:- ভ্যালি ট্রেন বলে ।

 

·       ফিয়র্ড কী  ?

·       উত্তর:- সমুদ্রোপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে ফিয়র্ড বলে ।

Share:

1 comment:

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews