Short Question from Industries of India : ভারতের শিল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

ভারতের শিল্প

 1. ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়?

উঃ লৌহ-ইস্পাত শিল্পকে।

 

2. লোহা-ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কী?

উঃ কয়লা, আকরিক লোহা।

 

3. লোহা-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ প্রয়োজন হয় কেন?

উঃ কঠিন ও ক্ষয়রোধকারী ইস্পাত উৎপাদনের জন্য লৌহ-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়।

 

4. ভারতের একটি লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম বল।

উঃ পশ্চিমবঙ্গের দুর্গাপুর।

 

5. ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদন কেন্দ্রের কর।

উঃ তামিলনাড়ুর সালেম।

 

6. উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লোহা-ইস্পাত কারখানার নাম কী?

উঃ বোকারো।

 

7. কোন নদীর তীরে রাউরকেল্লা লোহা-ইস্পাত কেন্দ্রটি অবস্থিত?

উঃ ব্রাহ্মণী নদীর তীরে।

 

8. ভারতের বৃহত্তম বেসরকারী লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কর।

উঃ বিহারের জামশেদপুর।

 

9. দক্ষিণ ভারতের একটি বৃহদায়তন লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখ।

উঃ কর্ণাটকের ভদ্রাবতী।

 

10. ভারতের বৃহত্তম লোহা-ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশের ভিলাই।

 

11. ভারতের রূঢ় কাকে বলে?

উঃ দুর্গাপুরকে।

 

12. পশ্চিমবঙ্গের দুটি লোহা-ইস্পাত কারখানার নাম কর।

উঃ কুলটি-বার্নপুর ও বোকারো।

 

13. ভারতের একটি ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।

উঃ মধ্যপ্রদেশের ভূপাল।

 

14. ইঞ্জিনিয়ারিং শিল্পকে কী কী ভাগে ভাগ করা যায়?

 

উঃ দুই ভাগে। যথা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প।

 

15. ভারতের একটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।

উঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।

 

16. ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।

উঃ কলকাতার কাছে অবস্থিত হিন্দমোটর।

 

17. ভারতের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখ।

উঃ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জন।

 

18. ভারতে প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে?

উঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।

 

19. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রের নাম লেখ।

উঃ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

 

20. একটি সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরির কারখানার নাম লেখ।

উঃ কলকাতার যাদবপুরের ন্যাশানাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড।

 

21. কার্পাস বয়ন শিল্পের প্রধান প্রধান কাঁচামাল কী?

উঃ কার্পাস বা তুলো।

 

22. ভারতে কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি?

উঃ আমেদাবাদ।

 

23. ভারতের ম্যাঞ্চেষ্টার কাকে বলে?

উঃ আমেদাবাদকে।

24. ভারতের যেকোন দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম কর।

উঃ মুম্বাই ও কোয়েম্বাটুর।

 

25. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্রের নাম কী?

উঃ কোয়েম্বাটুর।

 

26. সুতি বস্ত্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কোথায়?

উঃ দ্বিতীয়।

 

27. সুতি বস্ত্র রপ্তানীতে ভারতের স্থান কোথায়?

উঃ দ্বিতীয়।

 

28. ভারত কোন কোন দেশে সুতি বস্ত্র রপ্তানি করে?

উঃ রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ইরাক, ইরান, জার্মানী, ইতালি, বেলজিয়াম প্রভৃতি দেশে।

 

29. ভারতে কার্পাস বয়ন শিল্পের একটি সমস্যা উল্লেখ কর।

উঃ উৎকৃষ্ট শ্রেণির দীর্ঘ আঁশযুক্ত তুলোর অভাব।

 

30. ভারতের প্রধান দুটি কার্পাস বয়ন শিল্প অঞ্চলের নাম কর।

উঃ পশ্চিমাঞ্চল-মহারাষ্ট্র ও গুজরাট,

দক্ষিণাঞ্চল-তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালা।

 

31. পাট শিল্পে বিশ্বে ভারতের স্থান কোথায়?

উঃ প্রথম।

 

32. পাট শিল্পের প্রধান কাঁচামাল কী?

উঃ কাঁচা পাট, রাসায়নিক দ্রব্য, মোম।

 

33. পাটজাত দ্রব্যের রপ্তানীতে বিশ্বে ভারতের স্থান কোথায়?

উঃ প্রথম।

 

34. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি?

উঃ হুগলী শিল্পাঞ্চল।

 

35. পশ্চিমবঙ্গের কোথায় পাটশিল্পের একদেশীভবন ঘটেছে?

উঃ হুগলী শিল্পাঞ্চলে।

 

36. ভারত কোন কোন দেশে পাট রপ্তানি করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে।

 

37. ন্যাশানাল ইনস্ট্রুমেণ্ট কারখানাটি কোথায় অবস্থিত?

উঃ কলকাতার যাদবপুরে।

 

38. ভারতের কোথায় ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে?

উঃ উত্তরপ্রদেশের বারাণসীতে।

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews