Short Question from Indian Port ans Cities : ভারতের নগর ও বন্দর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

1. ভারতের বৃহত্তম শহরটির নাম কী ? এর লোকসংখ্যা কত?

উঃ মুম্বাই। লোকসংখ্যা ১২,৪৪২,৩৭৩ জন (২০১১)

 

2. কাণ্ডালা শহরের পশ্চাৎভূমিতে অবস্থিত দুটি রাজ্যের নাম লেখ।

উঃ গুজরাত, রাজস্থান।

 

3. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?

উঃ হুগলী নদীর তীরে।

 

4. মার্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত?

উঃ আরবসাগরের তীরে জুয়ারি নদীর মোহনায়।

 

5. ভারতের গভীরতম বন্দরটির নাম কী?

উঃ বিশাখাপত্তনম।

 

6. পূর্ব ভারতের বৃহত্তম তথা সর্বাধিক গুরুত্বপুর্ণ বন্দরটির নাম কী?

উঃ কলকাতা।

 

7. পূর্ব উপকূলে অবস্থিত যেকোন দুটি প্রধান বন্দরের নাম কর।

উঃ বিশাখাপত্তনম, চেন্নাই।

 

8. মহারাষ্ট্রের দুটি উল্লেখযোগ্য বন্দরের নাম কর।

উঃ মুম্বাই ও জওহরলাল নেহেরু বন্দর।

 

9. ভারতের পশ্চিম উপকূলের কোন বন্দরটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?

উঃ মুম্বাই।

 

10. কোন বন্দরকে ভারতের প্রবেশ বন্দর বলা হয়?

উঃ মুম্বাই বন্দরকে।

 

11. মাদ্রাজ বন্দর কোথায় অবস্থিত?

উঃ তামিলনাড়ু রাজ্যে।


12. নগর কাকে বলে?

উঃ যেসব শহরের লোকসংখ্যা ১ লক্ষের বেশি।

 

13. ভারতের বৃহত্তম নগরটির নাম কী?

উঃ মুম্বাই।

 

14. মহানগর কাকে বলে?

উঃ যেসব শহরের লোকসংখ্যা ১০ লক্ষের বেশি।

 

15. ভারতে কয়টি মহানগর আছে?

উঃ ২৩ টি।

 

16. ভারতের দ্বিতীয় বৃহত্তম শহরটির নাম কী?

উঃ কলকাতা।

 

17. কোন শহরকে ভারতের রোম বলা হয়?

উঃ দিল্লীকে।

 

18. কোন শহরকে হ্রদের শহর বলা হয়?

উঃ হায়দ্রাবাদকে।

 

19. ভারতের বৃহত্তম বা শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরের নাম লেখ।

উঃ মুম্বাই।

 

20. ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?

উঃ আমেদাবাদকে।

 

21. কোন শহরকে গোলাপী শহর বলা হয়?

উঃ জয়পুরকে।

 

22. উদ্যান নগরী কোন শহরকে বলা হয়?

উঃ ব্যাঙ্গালোরকে।

 

23. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে?

উঃ মুম্বাইকে।

 

24. ভারতের উচ্চতম শহর কোনটি?

উঃ লে বা লেহ।

 

25. প্রাচ্যের ভেনিস কাকে বলে?

উঃ কেরালার আলেপ্পী।

 

26. কেরালার রাজধানীর নাম কী?

উঃ তিরুবন্তপুরম।

 

27. ভূপাল কোন নদীর তীরে অবস্থিত?

উঃ যমুনার উপনদী বেতোয়ার তীরে।

 

28. ভারতের কোন শহরের আর এক নাম সবুজ নগর?

উঃ চেন্নাই-এর।

 

29. ভারতের কেন্দ্রীয় ভেষজ গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ লক্ষনৌ।

 

30. দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলা হয়?

উঃ মাদুরাইকে।

 

31. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কী?

উঃ পোর্টব্লেয়ার।

 

32. পারাদীপ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি?

উঃ লৌহ আকরিক।

 

33. নিউ ম্যাঙ্গালোর বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উঃ কর্ণাটক রাজ্যে।

 

34. ভারতে মোট কয়টি প্রধান বন্দর আছে?

উঃ ১১টি।

 

35. ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কর।

উঃ বিশাখাপত্তনম।

 

36. ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্তিম পোতাশ্রয় এর নাম কর।

উঃ চেন্নাই।

 

37. ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম লেখ।

উঃ কাণ্ডালা।

 

38. ভারতের একটি সামরিক শহরের নাম লেখ।

উঃ মীরাট।

 

39. গুজরাটের দুটি বন্দরের নাম লেখ।

উঃ কান্ডালা ও পোরবন্দর।

 

40. গুজরাটের রাজধানীর নাম কী?

উঃ গান্ধীনগর।

 

41. গুজরাটের বৃহত্তম শহরটির নাম কী?

উঃ আমেদাবাদ।

 

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews