Composed Upon Westminster Bridge
William Wordsworth
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাঁর বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে 31 জুলাই 1802 সালের খুব ভোরে লন্ডন শহরের পাশদিয়ে বয়েচলা টেমস নদীর বিখ্যাত ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে জুড়িগাড়ী (ঘোড়ার গাড়ী) করে যাচ্ছিছিলেন। হয়ত তাঁরা ফ্রান্স ভ্রমণের জন্য লন্ডনের পূর্বে অবস্থিত ডোভার থেকে জাহাজ ধরবেন। এই সময়টা ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রথম দিক। একদিকে যেমন কল-কারখানা গড়ে উঠছে, তেমনি কাজের সন্ধানে শহর গুলিতে দলে দলে মানুষ ভিড় করছে। যাইহোক, ওয়ার্ডসওয়ার্থ যখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে জুড়িগাড়ী করে যাচ্ছিছিলেন, তখন সূর্যের প্রথম কিরণ সবে মাত্র পৃথিবীতে এসে পড়েছে। প্রথম আলোয় স্নাত লণ্ডন শহরকে দেখে প্রকৃতি প্রেমী কবি না দাঁড়িয়ে আর পারলেননা। পরে 1802 সালের 3 সেপ্টেম্বর তাঁর সেই অভিজ্ঞতা তিনি চতুষ্পদী কবিতা হিসাবে লেখেন যার নাম “Composed upon Westminster Bridge.”
Critical Analysis of The Poem
Critical Analysis of The Poem
Summery of the Poem in Bengali ( সারাংশ)
এটি একটি চৌদ্দ লাইনের কবিতা, যার মধ্যে প্রথম আটটি লাইনকে বলে ‘OCTAVE’, এর দ্বারা কোন ঘটনার বিবরণ দেওয়া হয় এবং শেষ ছয়টি লাইনকে বলা হয় ‘SESTET’ যার মধ্য দিয়ে উপসংহার টানা হয়। OCTAVE এবং SESTET এর মাঝে চিন্তার পরিবর্তনকে ‘VOLTA’ বা ‘TURN’ বলে। কবিতাটি একটি চমকপ্রদ বক্তব্য দিয়ে শুরু হয়েছে। পৃথিবীর আর কিছুই নেই দেখানোর মতো যা আমি দেখলাম এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে প্রাকৃতিক ভূ-দৃশ্যের মাঝে ভোরের আলোয় চকচক করা লন্ডন শহরকে। একমাত্র নির্বোধ মানুষই এই দৃশ্যকে উপেক্ষা করে এড়িয়ে যেতে পারে। সকালের সৌন্দর্য যেন লন্ডন শহর বসনের মতো পরিধান করে আছে। সেতু থেকে দৃশ্যমান জাহজঘাটা, সেন্ট পলস ক্যাথেড্রালের গম্বুজ এবং লন্ডনের টাওয়ার প্রভৃতি সকালের আলোতে স্বমহিমায় তাঁর সামনে দাঁড়িয়ে আছে। নিচে টেমস নদী বয়ে চলেছে। ভাগ্যক্রমে, দৃশ্যটি অস্পষ্ট করার জন্য আজ কোনও “কুয়াশা” নেই। তিনি ইশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যে এখনো প্রাত্যহিক ব্যস্ততার কোলাহলে শহরটি মেতে ওঠেনি বরং দূরের বাড়ি গুলির মতো, বিশাল এই শহরের প্রাণকেন্দ্রটি এখনো ঘুমিয়ে আছে।
Short Question Answer
William Wordsworth wrote the poem, ‘Upon Westminster Bridge’.
2) What kind of poem is upon Westminster Bridge?
2) What kind of poem is upon Westminster Bridge?
The poem is a sonnet.( Petrarchan)
3) What is described in the poem upon Westminster Bridge?
3) What is described in the poem upon Westminster Bridge?
The poet describes the city of London at sunrise.
4) What is the rhyme scheme of the poem upon Westminster Bridge?
4) What is the rhyme scheme of the poem upon Westminster Bridge?
The rhyme scheme of the poem is abba || abba || cdcdcd.
5) Where does the poet see the city of London?
5) Where does the poet see the city of London?
The poet sees the city of London from the Westminster Bridge.
6) When the poet did noticed the city?
6) When the poet did noticed the city?
The poet noticed the London city in the early morning.
7) Where is the Westminster Bridge situated?
7) Where is the Westminster Bridge situated?
The Westminster Bridge is situated over the river Thames in London
8) What, according to Wordsworth is the fairest sight on earth?
8) What, according to Wordsworth is the fairest sight on earth?
The poet thinks that the city of London in the early morning is the fairest sight on earth.
9) “Dull would he be of soul” - who would be dull of soul?
9) “Dull would he be of soul” - who would be dull of soul?
The dull of soul refers to those insensible persons who are not moved by the beautiful morning of London.
10) What is the garment of the city of London?
10) What is the garment of the city of London?
The city of London wears the beauty of early morning.
11) Why is the city of London silent in the early morning?
11) Why is the city of London silent in the early morning?
In the early morning the city of London is silent because the Hustle and bustle is not present.
12) Which things glitter in the smokeless air?
12) Which things glitter in the smokeless air?
The ships, towers, domes, theaters and Churches glitter and Bright in the smokeless air.
No comments:
Post a Comment