ভারতের পাহাড়, পর্বত, পর্বত শৃঙ্গ এবং গিরিপথ ম্যাপ পয়েন্টিং
মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র পাহাড় বা পর্বত শৃঙ্গ অথবা গিরিপথ ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু সকলের বোঝার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা এখানে আলোচনা করব করব ।
ম্যপ পয়েন্টিং এর জন্য ভারতের পাহাড় পর্বত থেকে ১) শিবালিক পর্বত ২) আরাবল্লী পর্বত ৩) বিন্ধ্য পর্বত ৪) সাতপুরা পর্বত ৫) নীলগিরি পর্বত এবং ৬) গারো পাহাড় অনুশীলন করলেই তোমাদের যথেষ্ট । তবে কখনো কখনো ৭) কারাকোরাম ৮ ) মহাকাল এবং ৯) পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতও পরীক্ষায় এসে থাকে ।
এখানে তোমাদের পূর্বঘাট পর্বত বা মলয়াদ্রির অবস্থান দেখানো হল শুঘুমাত্র জানার জন্য । এটি মাঝে মাঝে ভাঙ্গা অয়েছে । এটি কোন বার পরীক্ষায় আসেনি । তবে ভাগ্য খারাপ থাকলে নাগা, লুসাই, পাটকই (একটি পর্বত দিয়ে দেখানো হয়েছে ) আসতে পারে ।
ভারতের উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ গুলির মধ্যে ১) গডউইন অস্টিন বা K2 খুবই গুরুত্বপূর্ণ । এছাড়া আরাবল্লী পর্বতের ২) গুরুশিখর , মহাকাল পর্বতের ৩) অমরকণ্টক অবশ্যই অনুশীলন করবে। পাশাপাশি ৪) কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ টি কখনো কখনো মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এ দিয়ে দেয়।
সাধারণ ভাবে ভারতের বিভিন্ন গিরিপথ গুলির মধ্যে ১) জহর টানেল বা বানিহাল গিরিপথ ২) নাথুলা ৩) নীলগিরি পর্বতের পলঘাট একেক বারে ঘুরে ফিরে আসে । আশাকরি তোমরা এখান থেকেই কমন পাবে ।
পশ্চিমঘাট পর্বতের দুটি উল্লেখযোগ্য গিরিপথ হল ৪) থলঘাট এবং ৫) ভোরঘাট । সাধারণত মাধ্যমিক পরীক্ষায় আসেনা । তোমরা অবশ্যই এই দুটি অনুশীলন করবে। হিমাচল প্রদেশ রাজ্যে কিছুদিন আগে ৬) রোটাং টানেল বা অটল টানেল তৈরী হয়েছে। তাই মাঘ্যমিকের জন্য এই অটল টানেল খুবই গুরুত্বপূর্ণ ।
সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও একবার ধন্যবাদ জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ । সাধ্যমতো সমাধানের চেষ্টা করব ।
Krisna nodi
ReplyDelete