Map Pointing Indian Hill, Mountain, Peak and Pass Class 10 || ভারতের পাহাড় পর্বত শৃঙ্গ এবং গিরিপথ ম্যাপ পয়েন্টিং দশম শ্রেণী ভূগোল || WBBSE

ভারতের  পাহাড়,  পর্বত,  পর্বত শৃঙ্গ  এবং  গিরিপথ   ম্যাপ পয়েন্টিং

মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো  জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং  অনুশীলনের মাধ্যমে শুধু  ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি  মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র  পাহাড় বা পর্বত শৃঙ্গ অথবা গিরিপথ ম্যাপ পয়েন্টিং  হিসাবে আসবে। কিন্তু সকলের বোঝার সুবিধার জন্য আমরা এখানে  আলাদা আলাদা মানচিত্র দ্বারা এখানে  আলোচনা করব  করব ।  
Map Pointing Indian Hill and  Mountain Class 10
ম্যপ পয়েন্টিং  এর  জন্য  ভারতের  পাহাড়  পর্বত  থেকে  ১) শিবালিক  পর্বত   ২)  আরাবল্লী  পর্বত  ৩)  বিন্ধ্য পর্বত  ৪)  সাতপুরা  পর্বত  ৫)  নীলগিরি  পর্বত  এবং  ৬)  গারো  পাহাড়  অনুশীলন  করলেই  তোমাদের  যথেষ্ট ।  তবে  কখনো কখনো  ৭) কারাকোরাম  ৮ )  মহাকাল  এবং  ৯)  পশ্চিমঘাট  বা সহ্যাদ্রি  পর্বতও   পরীক্ষায়  এসে থাকে । 
Map Pointing Indian Hill and  Mountain Class 10

এখানে  তোমাদের  পূর্বঘাট  পর্বত  বা মলয়াদ্রির  অবস্থান দেখানো হল শুঘুমাত্র  জানার জন্য । এটি মাঝে মাঝে  ভাঙ্গা অয়েছে । এটি  কোন বার  পরীক্ষায়  আসেনি ।  তবে ভাগ্য  খারাপ থাকলে  নাগা, লুসাই, পাটকই  (একটি  পর্বত  দিয়ে  দেখানো হয়েছে ) আসতে পারে  ।
Map Pointing Indian Hill and  Mountain Class 10

ভারতের  উল্লেখযোগ্য  পর্বত  শৃঙ্গ  গুলির মধ্যে  ১)  গডউইন  অস্টিন বা K2  খুবই গুরুত্বপূর্ণ  । এছাড়া   আরাবল্লী পর্বতের  ২)  গুরুশিখর  , মহাকাল পর্বতের  ৩)  অমরকণ্টক   অবশ্যই অনুশীলন করবে। পাশাপাশি  ৪)  কাঞ্চনজঙ্ঘা  শৃঙ্গ টি কখনো কখনো  মাধ্যমিকের  ম্যাপ পয়েন্টিং এ  দিয়ে দেয়। 
Map Pointing Indian Mountain Peak Class 10
সাধারণ  ভাবে  ভারতের  বিভিন্ন  গিরিপথ  গুলির মধ্যে ১) জহর টানেল বা বানিহাল গিরিপথ   ২) নাথুলা  ৩) নীলগিরি পর্বতের  পলঘাট  একেক বারে  ঘুরে ফিরে আসে ।  আশাকরি তোমরা এখান থেকেই  কমন পাবে । 
Map Pointing Indian Pass  Class 10

পশ্চিমঘাট  পর্বতের  দুটি  উল্লেখযোগ্য  গিরিপথ  হল ৪) থলঘাট  এবং  ৫) ভোরঘাট ।  সাধারণত  মাধ্যমিক  পরীক্ষায় আসেনা ।  তোমরা  অবশ্যই  এই দুটি অনুশীলন  করবে।  হিমাচল প্রদেশ রাজ্যে  কিছুদিন আগে  ৬) রোটাং  টানেল  বা  অটল  টানেল  তৈরী  হয়েছে। তাই  মাঘ্যমিকের জন্য  এই  অটল টানেল  খুবই  গুরুত্বপূর্ণ  ।  

সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও  একবার ধন্যবাদ  জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ ।  সাধ্যমতো সমাধানের চেষ্টা করব । 



Share:

1 comment:

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews