Short Question from Indian Climate : ভারতের আবহাওয়া ও জলবায়ু থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

ভারতের আবহাওয়া ও জলবায়ু

1. ভারতের জলবায়ু কী প্রকৃতির?

উঃ মৌসুমী প্রকৃতির।

 

2. ভারতের উপর দিয়ে প্রধানত কোন কোন বায়ু প্রবাহিত হয়?

উঃ গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু।

 

3. ভারতের জালবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?

উঃ ঋতু পরিবর্তন।

 

4. গ্রীষ্মকালে ভারতের কোন অঞ্চল গভীর নিম্নচাপের সৃষ্টি হয়?

উঃ রাজস্থানের মরু অঞ্চলে।

 

5. ভারতের জলবায়ুকে কটি ঋতুতে ভাগ করা যা? কী কী?

উঃ ভারতের জবায়ুকে চারটি ঋতুতে ভাগ করা যায়। যথা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল।

 

6. ‘লুকী?

উঃ গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতের বহু স্থানে দিনের বেলায় অত্যন্ত উষ্ণ বাতাস প্রবাহিত হয়। একে বলে লু।

 

7. কালবৈশাখী কী?

উঃ পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে কোন কোন অপরাহ্নের দিন যে ঝড়ো বাতাস ও বর্জ্র বিদ্যুৎসহ অল্প বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি হয়, তাকে কালবৈশাখী বলে।

 

8. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়?

উঃ মেঘালয়ের মৌসিনরামে।

 

9. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কর।

উঃ খাসি পাহাড়ের উত্তরদিকে অবস্থিত শিলং পাহাড়সহ মেঘালয় মালভূমির উত্তরাংশ বৃষ্টিচ্ছায় অঞ্চল।

 

10. পশ্চিমঘাটের বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি?

উঃ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তর ভাগ।

 

11. আশ্বিনের ঝড় কাকে বলে?

উঃ শরৎকালে পূর্ব উপকূলে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে মাঝে মাঝে প্রবল ঘূর্ণিঝড় বা সাইক্লোনের আবির্ভাব ঘটে। একে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় বলে।

 

12. ভারতে শীতকালের স্থায়িত্ব কত?

উঃ তিন মাস। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।

 

13. মৌসুমী বায়ুর প্রত্যাগমন বা বিদায়কাল বলতে বছরের কোন সময়টিকে বোঝায়?

উঃ অক্টোবর এবং নভেম্বর মাসকে।

 

14. ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন কেন?

উঃ সমুদ্র সান্নিধ্যের জন্য।

 

15. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উঃ তামিলনাড়ুতে, বিশেষত উপকূল অঞ্চলে। (করমণ্ডল উপকূলে)

 

16. ভারতের বৃষ্টিপাতকে কোন বায়ু নিয়ন্ত্রণ করে?

উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

Share:

Related Posts:

No comments:

Post a Comment

5 Apr
42°F
6 Apr
47°F
7 Apr
48°F
8 Apr
48°F
9 Apr
66°F
10 Apr
65°F
11 Apr
67°F
5 Apr
42°F
6 Apr
47°F
7 Apr
48°F
8 Apr
48°F
9 Apr
66°F
10 Apr
65°F
11 Apr
67°F

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews

146,219