ভারতের হ্রদ সমূহ ম্যাপ পয়েন্টিং
মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং এর দশটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হিসাবে হ্রদ আসতে পারে। আজ আমরা এখানে একটি মাত্র মানচিত্র দ্বারা ভারতের হ্রদ গুলিকে অনুশীলন করব ।
মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং এর জন্য যে সকল হ্রদ গুলি অনুশীলন করতে হবে তা হল - ১) ডাল লেক ২) উলার হ্রদ ৩) সম্বর হ্রদ ৪) কচ্ছের রণ ৫) লোকটাক হ্রদ ৬) চিল্কা উপহ্রদ ৭) কলেরু হ্রদ ৮ ) পুলিকট হ্রদ এবং ৯) ভেম্বানাদ কয়াল বা উপহ্রদ । এদের মধ্যে চিল্কা উপহ্রদ, লোকটাক হ্রদ, কচ্ছের রণ ঘুরে ফিরে পরীক্ষায় আসে ।
সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও একবার ধন্যবাদ জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ । সাধ্যমতো সমাধানের চেষ্টা করব ।
No comments:
Post a Comment