Short Question Class 10 Satellite and Topographical Maps : উপগ্রহ চিত্র এবং ভূ-বৈচিত্রসূচক মানচিত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশম শ্রেণী ভূগোল

উপগ্রহ চিত্র এবং ভূ-বৈচিত্রসূচক মানচিত্র

 

1.    উপগ্রহ চিত্র কি ?

উঃ কৃত্রিম উপগ্রহ দ্বারা পৃথিবীর ওপর থেকে ভূপৃষ্ঠের তোলা ছবি যা থেকে ঐ অঞ্চলের সঠিক তথ্য পাওয়া যায়।

 

2.    রিমোট সেন্সিং কথার অর্থ কী ?

উঃ দূর সংবেদন।

 

3.    কত সালে রিমোট সেন্সিং কথাটি গ্রহণীয় হয়ে ওঠে ?

1960 সালে।

 

4.    দূর সংবেদন এর মূল প্রক্রিয়া গুলি কি কি ?

উঃ তথ্য সংগ্রহ, তথ্য সঞ্চয় ও তার বিশ্লেষণ, এবং তথ্য প্রকাশ।

5.    দূর সংবেদন ব্যবস্থার মূল বিভাগ গুলি কি কি ?

উঃ বিমান চিত্র ও উপগ্রহ চিত্র।

 

6.    কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ ?

উঃ NOAA, INSAT, LANDSAT ইত্যাদি।

 

7.    ভারতের কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ ?

উঃ INSAT, CARTOSAT ইত্যাদি।

 

8.    ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম লেখ ?

উঃ আর্যভট্ট।

 

9.    ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) কোথায় অবস্থিত?

উঃ ব্যাঙ্গালোর।

 

10. আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ?

উঃ NASA

 

11. কৃত্রিম উপগ্রহ প্রধানত কয় প্রকার ?

উঃ দুই প্রকার। ভূসমলয় ও সূর্যসমলয় উপগ্রহ।

 

12. জিওস্টেশনারী বা ভূ-সমলয় উপগ্রহ কি ?

উঃ পৃথিবীর আবর্তনের সাথে সাথে যেসব উপগ্রহ পূর্ব পশ্চিমে আবর্তন করে তাদের ভূসমলয় উপগ্রহ বলে।

 

13. ভূসমলয় উপগ্রহের কক্ষপথটি কে কি বলে ?

উঃ পার্কিং অরবিট।

 

14. একটি ভূসমলয় উপগ্রহের উদাহরণ দাও ?

উঃ GEOS-E, GEOS-W.

 

15. সানসিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহ কি ?

উঃ যে উপগ্রহ গুলি সূর্যরশ্মির পতন কোণের সাথে সামঞ্জস্য রেখে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কক্ষপথে পরিক্রমণ করে , তাকে সূর্যসমলয় উপগ্রহ বলে। 

 

16. একটি সূর্যসমলয় উপগ্রহের উদাহরণ দাও ?

উঃ IRS, LANDSAT.

 

17. শত্রুপক্ষের ওপর কোন উপগ্রহ নজরদারী করে ?

উঃ স্পাই স্যাটেলাইট বা গুপ্তচর উপগ্রহ।

18. Platform কি ?

উঃ পৃথিবীর ওপর যে উচ্চতায় কৃত্রিম উপগ্রহ অবস্থান করে তাকে প্ল্যাটফর্ম বলে।

 

19. ভূ-সমলয় উপগ্রহ কত উচুতে অবস্থান করে ?

উঃ ভূপৃষ্ঠ থেকে 36000 কিমি উচ্চতায়।

 

20. কত উচুতে অবস্থান করে ?

উঃ ভূপৃষ্ঠ থেকে 700 - 900 কিমি উচ্চতায়।

 

21. নাদির বিন্দু কি ?

উঃ উপগ্রহের ঠিক নিচে অবস্থিত ভূপৃষ্ঠস্থ বিন্দুকে নাদির বলে।

 

22. উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কী ?

উঃ সূর্য।

 

23. সেন্সর কাকে বলে ?

উঃ উপগ্রহের ক্যামেরাকে সেন্সর বলে।

 

24. সেন্সর এর কাজ কি ?

উঃ প্রতিফলিত তরঙ্গ থেকে তথ্য সংগ্রহ করে।

 

25. সেন্সার কয় প্রকার ?

উঃ আলোর উৎস অনুসারে সেন্সর দুই প্রকার। নিবৃত সেন্সর ও সক্রিয় সেন্সর।

 

26. নিবৃত সেন্সর বা Passive Sensor কাকে বলে ?

উঃ যে সেন্সর বস্তুর উপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে ঐ বস্তুর তড়িৎ চুম্বকীর বিকিরণ গ্রহন করে তাকে নিবৃত সেন্সর বলে।

 

27. সক্রিয় সেন্সর বা Active Sensor কাকে বলে ?

উঃ যে সেন্সর গুলির নিজস্ব শক্তি বা আলোর উৎসের সাহায্যে বস্তুর বিকিরণ গ্রহন করে তাকে সক্রিয় সেন্সর বলে।

 

28. পিক্সেল কি ?

উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে।

 

29. Resolution কি ?

উঃ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের পিক্সেল সংখ্যাকে তার রেজেলিউশন বলে। উপগ্রহ চিত্রের পিক্সেল সংখ্যা বেশী হলে উপগ্রহ চিত্র উচ্চমানের (High Resolution) হয়।

 

30. FCC কথার পুরো নাম কি ?

উঃ False Colour Composition.

 

31. উপগ্রহ চিত্র ভূপৃষ্ঠের কতখানি অঞ্চলকে দেখাতে পারে ?

প্রায় 3000 বর্গ কিমি।

 

32. উপগ্রহ চিত্রের ব্যবহার লেখ ?

উঃ আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাস, বন্যা ও খরার বিস্তার, ভূমিব্যবহার মানচিত্র, সীমান্ত অঞ্চলে নজরদারী ইত্যাদি।

 

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews