Short question from Irrigation System of India : ভারতের জলসেচ ব্যবস্থা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

ভারতের জলসেচ ব্যবস্থা

 1. ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়?

উঃ তিনটি পদ্ধতিতে। যথা কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচখাল।

 

2. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত ভাগে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ১৫ ভাগ।

 

3. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত শতাংশে কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ৩৮ ভাগ।

 

4. ভারতের সেচ-সেবিত কৃষিজমির কত ভাগে সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ৪০ ভাগ।

 

5. সেচখাল কত ধরণের ও কী কী?

উঃ দুই ধরণের। যথা প্লাবন খাল ও নিত্যবহ খাল।

 

6. প্লাবন খাল বলতে কী বোঝ?

উঃ যেসব নদী কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় ক্ষীণকায়া সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।

 

7. নিত্যবহ খাল কাকে বলে?

উঃ যেসব নদীতে সাআবছর জল থাকে সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল।

 

8. দুটি নিত্যবহ খালের উদাহরণ দাও?

উঃ উত্তরপ্রদেশের উচ্চগঙ্গা খাল এবং পূর্ব সমুনা খাল।

 

9. ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ বেশি প্রচলিত?

উঃ গঙ্গা সমভূমি অঞ্চলে ও পাঞ্জাব ও হরিয়ানায়।

 

10. বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী?

উঃ বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, মাছচাষ, পানীয় জল সরবরাহ।

 

11. একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম লেখ।

উঃ দামোদর উপত্যকা পরিকল্পনা।

 

12. দামোদর নদ অন্য কী নামে পরিচিত?

উঃ দুঃখের নদ।

 

13. কত সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়?

উঃ ১৯৪৮ সালে।

 

14. ভারতে কোন রাজ্যের কৃষিজমিতে জলসেচের সর্বাধিক সুবিধা আছে?

উঃ পাঞ্জাব রাজ্যের।

 

15. ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম কী?

উঃ ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।

 

16. উত্তর ভারতের একটি জলসেচ প্রকল্পের নাম কর।

উঃ ভাকরা-নাঙ্গাল বা কংসাবতী প্রকল্প।

 

17. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম কর।

উঃ মেদিনীপুর খাল।

 

18. ভারতের কোন রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন?

উঃ ত্রিপুরা রাজ্যে। 

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews