মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র মালভূমি বা সমভূমি প্রনালী ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।
মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং এর জন্য যে সকল মালভূমি গুলি অনুশীলন করতে হবে তা হল - ১) লাডাক মালভূমি ২) মেঘালয় মালভূমি ৩) ছোটনাগপুর মালভূমি এবং ৪) দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ । এদের মধ্যে দাক্ষিণাত্যের মালভূমি এবং মেঘালয় মালভূমি খুবই গুরুত্বপূর্ণ ।
উপরের মালভূমি গুলির পাশাপাশি ৫) কর্নাটক মালভূমি এবং ৬) কাথিয়াবার উপদ্বীপ কখনো কখনো মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং হিসাবে এসে থাকে ।
মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং এর জন্য যে সকল সমভূমি গুলি অনুশীলন করতে হবে তা হল - ১) গাঙ্গেয় সমভূমি এবং ২) উপকূলীয় সমভূমি ।
এছাড়াও তোমাদের আরো দুটি বিষয় যথা ৩) মরুস্থলী এবং ৪) সন্দরবণ অনুশীলন করতে হবে ।
সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও একবার ধন্যবাদ জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ । সাধ্যমতো সমাধানের চেষ্টা করব ।
কোচি বন্দর ও কান্ডালা বন্দর এর একটি ছবি post korun
ReplyDelete