মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র নদী ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।
দক্ষিণ ভারত থেকে যে সকল নদী গুলি মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং হিসাবে প্রতি প্রতি বছর ঘুরে ফিরে আসে তাদের মধ্যে প্রধান প্রধান নদী গুলি হল যথা ১) কাবেরী ২) কৃষ্ণা নদী ৩) গোদাবরী নদী ৪) মহানদী এছাড়া ৫) নর্মদা নদী এবং ৬) তাপ্তী নদী খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতের বেশির ভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নদী গুলি হল যথা ১) ব্রহ্মপুত্র নদ ২) গঙ্গা নদী ৩) যমুনা নদী ৪) কাবেরী নদী ৫) কৃষ্ণা নদী ৬) গোদাবরী নদী এবং ৭) মহানদী ।
অপর দিকে আমাদের দেশের কিছু নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নদী গুলি হল যথা ১) সিন্ধু নদ ২) নর্মদা ৩) তাপ্তী ৪) সরাবতী এবং ৫) মাহী নদী।
No comments:
Post a Comment