Map Pointing on Indian River System for Class 10 || ভারতের নদ-নদী ম্যাপ পয়েন্টিং দশম শ্রেণী ভূগোল || WBBSE

 ভারতের নদ-নদীর ম্যাপ পয়েন্টিং 

মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো  জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং  অনুশীলনের মাধ্যমে শুধু  ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি  মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র  নদী  ম্যাপ পয়েন্টিং  হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে  আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।  

Map Pointing on Indian River System for  Class 10


উত্তর ভারত থেকে যে সকল নদী গুলি ম্যাপ পয়েন্টিং হিসাবে প্রতি প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে তাদের মধ্যে প্রধান প্রধান নদী গুলি হল যথা ১) ব্রহ্মপুত্র নদ ২) গঙ্গা নদী  ৩) সিন্ধু নদ ৪) যমুনা নদী  এছাড়া ৫) লুনী নদী মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । 

Map Pointing on Indian River System for  Class 10

দক্ষিণ ভারত থেকে যে সকল নদী গুলি মাধ্যমিক পরীক্ষায়  ম্যাপ পয়েন্টিং হিসাবে প্রতি প্রতি বছর ঘুরে ফিরে আসে তাদের মধ্যে প্রধান প্রধান নদী গুলি হল যথা ১) কাবেরী ২)  কৃষ্ণা নদী  ৩) গোদাবরী নদী ৪) মহানদী  এছাড়া ৫) নর্মদা নদী  এবং  ৬) তাপ্তী নদী খুবই গুরুত্বপূর্ণ । 

Map Pointing on Indian River System for  Class 10

ভারতের বেশির ভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নদী গুলি হল যথা  ১) ব্রহ্মপুত্র নদ ২) গঙ্গা নদী ৩) যমুনা নদী ৪) কাবেরী নদী  ৫)  কৃষ্ণা নদী  ৬) গোদাবরী নদী  এবং  ৭) মহানদী । 

Map Pointing on Indian River System for  Class 10

অপর দিকে  আমাদের দেশের কিছু নদী পশ্চিম  দিকে  প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নদী গুলি হল যথা ১) সিন্ধু নদ  ২)  নর্মদা  ৩)  তাপ্তী   ৪)  সরাবতী  এবং  ৫)  মাহী নদী।  

Map Pointing on Indian River System for  Class 10


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews