Map Pointing Indian Strait and Passage Class 10 || ভারতের বিভিন্ন সমুদ্র চ্যানেল ও প্রনালী ম্যাপ পয়েন্টিং দশম শ্রেণী ভূগোল || WBBSE

 ভারতের সমুদ্র  চ্যানেল ও প্রনালী  ম্যাপ পয়েন্টিং


মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো  জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং  অনুশীলনের মাধ্যমে শুধু  ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত   মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র  সমুদ্র  চ্যানেল বা  প্রনালী ম্যাপ পয়েন্টিং  হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে  আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব । 

মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং এর জন্য যে সকল সমুদ্র  চ্যানেল বা  প্রনালী  গুলি অনুশীলন করতে হবে তা হল - ১) পক্ প্রনালী  ২) দশ ডিগ্রী চ্যানেল  ৩)  নয় ডিগ্রী চ্যানেল   ৪)  আট ডিগ্রী চ্যানেল  এবং  ৫) কোকো  চ্যানেল  ।  এদের মধ্যে পক্ প্রনালী  এবং  দশ ডিগ্রী চ্যানেল  পরীক্ষায়  ঘুরে ফিরে   আসে । মানচিত্রে  তোমরা  খুব সহজেই  বুঝতে পারছ যে  ভারত ও  শ্রীলঙ্কার  মাঝে  পক্ প্রনালী  অবস্থিত । 
Map Pointing Indian Strait and Passage Class 10
এছাড়া  তোমাদের  আরো একটি  ৬)  ডানকান প্যাসেজ  অনুশীলন করতে হবে ।  ডানকান  প্রনালী  মধ্য আন্দামান  এবং  লিটিল  আন্দামানের মাঝে একটি  সংকীর্ণ   জল্ভাগ  ।  এটি  মাধ্যমিক  পরীক্ষায়  ম্যাপ পয়েন্টিং  হিসাবে আসবে না  কিন্তু  পরবর্তী জীবনে  চাকরীর  পরীক্ষায় খুব আসে ।

Map Pointing Indian Strait and Passage Class 10
সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও  একবার ধন্যবাদ  জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ ।  সাধ্যমতো সমাধানের চেষ্টা করব । 






Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews