ভারতের প্রধান প্রধান নগর - মহানগর ম্যাপ পয়েন্টিং
মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র নগর বা মহানগর ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।
তবে উপরের আটটি শহর বা নগরের ছাড়াও আমাদের আরো কিছু শহরের নাম অ তাদের অবস্থান জানতে হবে। এদের মধ্যে ৯) শ্রীনগর ১০) লেহ ১১) জয়পুর ১২) গান্ধীনগর ১৩) ভূবনেশ্বর ১৪) থানে এবং ১৫) কোচি খুবই গুরুত্বপূর্ণ ।
সবশেষে আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের আবারও একবার ধন্যবাদ জানাই । মন দিয়ে মানচিত্র গুলি অনুশীলন করো। কারো কোথাও কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ । সাধ্যমতো সমাধানের চেষ্টা করব ।
পেট্রো রসায়ন কই
ReplyDeleteits good .👌👌👌💚💚💚
ReplyDelete