Short Question TIDE Class 10 Geography || জোয়ার-ভাটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশম শ্রেণী ভূগোল

জোয়ার-ভাটা

 ● জোয়ার ভাটা কাকে বলে ?

চাঁদ ও সূওর্যের আকর্ষনে সমুদ্রের জল স্ফীত হওয়া।


 

● কী কী কারণে জোয়ার-ভাটা হয়?

উঃ- পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারণে।

 



● চান্দ্র জোয়ার কাকে বলে?

উঃ- চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে।

 

● সৌর জোয়ার কাকে বলে?

উঃ- সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় রাকে সৌর জোয়ার বলে।

 

● কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ- ৬ ঘণ্টা ১২ মিনিট।

 

● কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ- ১২ ঘণ্টা ২৬ মিনিট।

 

● পৃথিবীর একটি স্থানে দিনে কত বার জোয়ার-ভাটা হয়?

উঃ- দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয়।

 

● কোন স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার প্রতিপাদ স্থানে তখন কী অবস্থা বিরাজ করে?

উঃ- গৌণ জোয়ার।

 

● কোন স্থানে দু-বার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ- ২৪ ঘণ্টা ৫২ মিনিট।


● দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উঃ- ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

 

● প্রত্যহ কতবার জোয়ার ভাটা হয়?

উঃ- প্রত্যহ দু-বার জোয়ার ভাটা ও দু-বার ভাটা হয়।

 

● চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?

উঃ- চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে ২৭ দিন সময় লাগে ।


● পেরিজি অবস্থান কি ?

উঃ- চাঁদ ও পৃথিবীর সবচেয়ে কম দূরত্ব ।

 

● অ্যাপোজি অবস্থান কি ?

উঃ- চাঁদ ও পৃথিবীর সবচেয়ে বেশী দূরত্ব ।


 

● চাঁদ পৃথিবী ও সূর্যের এক সরল রেখায় অবস্থানকে কি বলে ?

উঃ- সিজিগি অবস্থান বলে।

 

● চাঁদ পৃথিবী ও সূর্যের এক সমকোণে অবস্থানকে কি বলে ?

উঃ- অষ্টমী তিথি অবস্থান বলে।


● ভরা কোটাল কোন দিনে হয়?

উঃ- অমাবস্যা ও পূর্ণিমার দিনে।

 

● মরা কোটাল কখন দেখা যায় ?

উঃ- যখন চন্দ্র ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে তখন মরা কোটাল দেখা যায় 

 

● সংযোগ কাকে বলে ?

উঃ-অমাবশ্যার দিন চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থানকে সংযোগ বলে।


● প্রতিযোগ কাকে বলে ?

উঃ-পূর্ণিমার দিন চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান প্রতিযোগ বলে।


 

● বান কি ?

উঃ-নদীতে সমুদ্রের জোয়ারের জল প্রবেশ করাকে বান বলে ।


● বানডাকা কাকে বলে ?

উঃ-জোয়ারের জল ৭-৮ মিটার উচু হয়ে নদীতে প্রবেশকরাকে বলে।


● নিয়মিত জোয়ারের ফলে নদীর জল কিরূপ হয় ?

নদীর জল লবনাক্ত হয়ে পরে ।


 

● নিয়মিত ভাঁটার ফলে নদীতে কি হয় ?

আবর্জনা ও পলি মুক্তি ঘটে।


 

● জোয়ার-ভাটা খেলে এমন একটি নদীর নাম কর।

উঃ- হুগলী , টেমস্‌ নদী।



এই  জোয়ার ভাটা অধ্যায় থেকে বড়  প্রশ্ন উত্তরের জন্য ক্লিক কর । 



Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews