মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র উপকূল ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।
ভারতের প্রধান চারটি উপকূল হল যথাক্রমে কঙ্কোণ উপকূল, মালাবার উপকূল, উত্তর সকার উপকূল এবং করমন্ডল উপকূল । এছাড়া গুজরাট রাজ্যের তীরবর্তী জলভাগ টি হল গুজরাট উপকূল।
অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় উড়িষ্যা উপকূল বা ওড়িশা উপকূল দেওয়া হয়ে থাকে। এট আসলে উত্তর সকার উপকূলের একটি অংশ বিশেষ। প্রসঙ্গত উত্তর সকার উপকূল তিন ভাগে বিভক্ত। বাংলার উওকূল, ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূল।
এবার আলোচনা করব পশ্চিম উপকূল ও পূর্ব উপকুল। আরব সাগর তীরবর্তী উপকূল পশ্চিম উপকূল নামে পরিচিত। অপর দিকে বঙ্গোপসাগর তীরবর্তী উপকূল পূর্ব উপকূল নামে পরিচিত।
দীর্ঘ দিনের শিক্ষকতা জীবনে, পশ্চিম উপকূল কিংবা পূর্ব উপকূল খুব কম বারই মাধ্যমিক পরীক্ষায় এসেছে । কিন্তু ক্লাসে ভারতের বন্দর সমুহ আলোচনার সময় দেখি অনেক ছাত্র ছাত্রীরা আমাদের দেশের উপকূল ভাগকে চিহ্নিত করতে পারেনা। তাই উপকূল ভাগের ওপর ম্যাপ পয়েন্টিং শিখতে হলে এদের অবস্থান তোমাদের জানতেই হবে।
সবশেষে সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের দের ধন্যবাদ। মন দিয়ে অনুশীলন করো। কারো কোথায় কোন প্রকার অসুবিধা হলে, কমেন্ট বক্সে লিখ । সাধ্যমতো সমাধানের চেষ্টা করব ।
No comments:
Post a Comment