ভারতের সাগর উপসাগর ও মহাসাগরের ম্যাপ পয়েন্টিং
মাধ্যমিক পরীক্ষায় নম্বর তোলার একটি ভালো জায়গা হল ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং অনুশীলনের মাধ্যমে শুধু ভালো নম্বর তোলা নয়, আঞ্চলিক ভূগোলকে আরো বেশী ভালো করে বোঝা যায়। প্রসঙ্গত বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় শুধু একটি মাত্র সাগর , উপসাগর ম্যাপ পয়েন্টিং হিসাবে আসবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা মানচিত্র দ্বারা অনুশীলন করব ।
আশাকরি প্রথম মানচিত্র টি থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য ভারতের সাগর উপসাগর ও মহাসাগরের ওপর ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। তাহলেও তোমাদের জন্য আরো তিনটি মানচিত্র যোগ করলাম ।
আমার ১৬ বছরের শিক্ষকতা জীবনে আরব সাগর কিংবা বঙ্গোপসাগর কোন বারই মাধ্যমিক পরীক্ষায় এসেছে বলে মনে পরেনা । কিন্তু ক্লাসে দেখি অনেক ছাত্র ছাত্রীরা আমাদের দেশের উপকূলবর্তী এই দুই জলভাগকে চিহ্নিত করতে পারেনা। তাই সাগর উপসাগর ও মহাসাগরের ওপর ম্যাপ পয়েন্টিং শিখতে হলে এদের অবস্থান তোমাদের জানতেই হবে।
এবার বলি, এই ভারত মহা সাগর ও মার্ত্তাবান উপসাগর পুরান সিলেবাসের এশিয়ার ম্যাপ পয়েন্টিং হিসাবে পরীক্ষায় আসত । এখন আর দেওয়া হয় না। তবুও এখানে দেওয়া হল তোমাদের জেনে রাখার জন্য ।
Thangx
ReplyDelete