Short Question from Population of India : ভারতের জনসংখ্যা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

 ভারতের জনসংখ্যা

1. আদমসুমারী কী?

উঃ প্রতি দশ বছর অন্তর ভারতে জনগণনা হয়। জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে আদমসুমারী বলে।

 

2. ভারতে কত বছর অন্তর জনগণনা বা আদমসুমারী হয়?

উঃ দশ (১০) বছর অন্তর।

 

3. ভারতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উঃ প্রায় ১.৮ শতাংশ।

 

4. পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ কোনটি?

উঃ ভারত।

 

5. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?

উঃ সিকিম।

 

6. ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

উঃ লাক্ষাদ্বীপ।

 

7. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উঃ রাজস্থান।

 

8. আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

উঃ গোয়া।

 

9. ভারতের রাজধানীর নাম কী?

উঃ দিল্লী।

 

10. ভারতের মোট আয়তন কত?

উঃ ৩২,৮৭,৭৮২ বর্গ কিমি।

 

11. জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?

উঃ প্রথম, প্রতি বর্গ কিমিতে ৭৬৬ জন।

 

12. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব সম্পন্ন রাজ্যের নাম কী?

উঃ অরুণাচল প্রদেশ।

 

13. জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম কোনটি?

উঃ দিল্লী। প্রতি বর্গ কিমিতে ৬৩১৯ জন।

 

14. জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শেষ কোনটি?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। প্রতি বর্গ কিমিতে মাত্র ৩৭ জন।

 

15. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ সপ্তম।

 

16. ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?

উঃ উত্তর-দক্ষিণে বিস্তার ৩২১৪ কিমি।

 

17. ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?

উঃ পূর্ব-পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিমি।

 

18. ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত?

উঃ ১৫২০০ কিমি।

 

19. ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কী?

উঃ ইন্দিরা পয়েন্ট।

 

20. ভারতের জনসংখ্যা কত?

উঃ প্রায় ১৩২ কোটি।

 

21. ভারতে ভাষার ভিত্তিতে রাজ্যগঠন কত সালে হয়?

উঃ ১৯৫৬ সালে।

 

22. নবীনতম রাজ্য কোনটি?

উঃ তেলেঙ্গানা।

 

23. ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?

উঃ ভাষা।

 

24. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?

উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।

 

25. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?

উঃ ১৯৫৩ সালে।

 

26. কোন বছর ভারতে পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয়?

উঃ ১৯৫৬ সালের ১লা নভেম্বর।

 

27. বিহারের রাজধানীর নাম কী?

উঃ পাটনা।

 

28. তামিলনাড়ুর রাজধানীর নাম কী?

উঃ চেন্নাই।

 

29. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?

উঃ পোর্টব্লেয়ার।

 

30. কেরালার রাজধানীর নাম কী?

উঃ তিরুবন্তপুরম।

 

31. নাগাল্যাণ্ডের রাজধানীর নাম কী?

উঃ কোহিমা।

32. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম কী?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

 

33. ভারপ্তের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কী?

উঃ উত্তরপ্রদেশ।

 

34. ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?

উঃ ত্রিপুরায়।

 

35. ভারতের কোথায় রেড ইন্ডিয়ানরা বাস করেন?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।

 

Share:

Related Posts:

No comments:

Post a Comment

8 Apr
65°F
9 Apr
66°F
10 Apr
73°F
11 Apr
67°F
12 Apr
63°F
13 Apr
71°F
14 Apr
78°F
8 Apr
65°F
9 Apr
66°F
10 Apr
73°F
11 Apr
67°F
12 Apr
63°F
13 Apr
71°F
14 Apr
78°F
Weather Data Source: weather for today Mississippi

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews

146,232