1. তিনটি চিরসবুজ গাছের নাম লেখ।
উঃ শিশু, গর্জন ও তুন,
2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে?
উঃ
চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।
3. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ।
উঃ শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।
4. কী থেকে গালা উৎপন্ন হয়?
উঃ
লাক্ষা থেকে।
5. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী?
উঃ
মৌসুমী অরণ্য।
6. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়?
উঃ
পর্ণমোচী বৃক্ষ।
7. পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে?
উঃ
ভারতের পশ্চিম হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।
8. ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে?
উঃ ২৪.১৬ শতাংশ।(২০১৫)
9. ভারতের জ্বালানীর প্রধান উৎস কী?
উঃ কাঠ।
10. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?
উঃ
যথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।
11. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উঃ
উত্তরপ্রদেশের দেরাদুনে।
12. দাবানল কী?
উঃ গাছে
গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন।
13. ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?
উঃ পূর্ব
হিমালয়ে ২৫০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩২০০ মিটার
উচ্চতায়।
14. সুন্দরী গাছের অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়?
উঃ
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপ
অঞ্চলের সুন্দরবন অরণ্যে।
15. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
উঃ
মধ্যপ্রদেশে।
16. ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়?
উঃ
গাঙ্গেয় ব-দ্বীপে সুন্দরবন অঞ্চলে।
17. ভারতের মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায়?
উঃ ঘাস, ক্যাকটাস, ফণিমনসা,
বাবলা প্রভৃতি জেরোফাইটিক প্ল্যান্টস।
18. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কর।
উঃ
গাঙ্গেয় ব-দ্বীপের দক্ষিণপ্রান্তে
অবস্থিত সুন্দরবন।
চিরহরিৎ বৃক্ষ ও মরূ উদ্ভিদ পার্থক্য
ReplyDelete