Meeting at Night
Robert Browning
ইংরেজী কবি রবার্ট ব্রাউনিং তাঁর এই “Meeting at Night” কবিতায় দুই প্রেমিকের মধ্যে গোপন সাক্ষাতের বর্ণনা করেছেন। কবিতাটি প্রতিটি ছয় লাইনের দুটি স্তবকে বিভক্ত । কবিতার প্রথম স্তবকটি আমরা দেখতে পাই কৃষ্ণ ভূমিভাগের পাশে অবস্থিত ধূসর সমুদ্রের মধ্য দিয়ে এক প্রেমিক নৌকায় করে ভ্রমণ করছেন । সমুদ্রের প্রান্তে আকাশের দিকে তিনি তাকিয়ে দেখলেন অষ্টমী তিথির আধখানা হলদে চাঁদ যেন আরো বড় হয়ে নীচে নেমে এসেছে । আজ সমুদ্র ধূসর রঙের। তাই চাঁদের আলো প্রায় নিষ্প্রভ । ঘুমন্ত সমুদ্রের বুকে তরঙ্গ তুলে নৌকা চলল এগিয়ে। এক অজানা অস্থিরতা যেন প্রেমিককে গ্রাস করতে থাকে। দীর্ঘ যাত্রাপথ যেন সেই ব্যকুলতাকে আরো বাড়িয়ে দেয়। অবশেষে নৌকা এসে পৌছায় খাঁড়িতে। প্রবল আবেগে পেমিকের ইন্দ্রিয়ে আগুন জ্বলে ওঠে।
দ্বিতীয় স্তবকটিতে প্রেমীদের সাক্ষাতের স্থান সম্পর্কে বলা হয়েছে । প্রেমিক নির্জন সমুদ্রতট ধরে হাটতে লাগলেন। তেপান্তরের মাঠ পেরিয়ে অবশেষে হাজির হলেন খামারবাড়ির কুটীরে । প্রতীক্ষার চূড়ান্ত অবসান হল । নিজের উপস্থিতি জানান দিতে তিনি জানালার শার্শির কাঁচে টোকা দেন । প্রত্যুত্তরে দিয়াসলাই এর নীলাভ শিখার ঝলকানি ফুটে ওঠে । আনন্দ ও ভয়ের আবহে কম্পমান তাদের হৃদস্পন্দন যেন এখন তাদের মুখের অস্ফুট আওয়াজকেও চাপা দিচ্ছে ।
Critical Analysis of The Poem
The Poem
No comments:
Post a Comment