Map Pointing: Power Resource of West Bengal Class 9 Geography ||পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ মানচিত্র অনুশীলন নবম শ্রেণী || WBBSE

পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ : মানচিত্র অনুশীলন

ম্যাপ পয়েন্টিং ভূগোল বিষয়কে ভালোভাবে হাতে-কলমে শেখার একটি উল্লেখযোগ্য হাতিয়ার। এর দ্বারা আমরা ভূগোলের কোন স্থানের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারি। পাশাপাশি ম্যাপ পয়েন্টিং এর অনুশীলনের মাধ্যমে খুব সহজে নম্বর তোলা যায়। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শক্তি সম্পদের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে। প্রসঙ্গত বলে রাখি পরীক্ষার সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে শুধু একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র প্রদত্ত মানচিত্রে সঠিক সূচক ধারা চিহ্নিত করতে হবে।  

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র গুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফারাক্কা, বক্রেশ্বর, সাগরদিঘী, দূর্গাপুর ও দূর্গাপুর স্টিলপ্লান্ট, সাঁওতালডিহী, মেঝিয়া, ব্যান্ডেল, টিটাগড় এবং কোলাঘাট। এদের মধ্যে সবথেকে বেশী পরীক্ষায় আসে ফারাক্কা । তবে এর পাশাপাশি  তোমাদের দূর্গাপুর, ব্যান্ডেল ও কোলাঘাট অবশ্যই অনুশীলন করতে হবে। সাঁওতাল ডিহী তাপবিদ্যুৎ কেন্দ্র টির অবস্থান এক নজরে দেখে রেখো।  

পশ্চিমবঙ্গের  জলবিদ্যুৎ কেন্দ্র

এবার আসি পশ্চিমবঙ্গের  জলবিদ্যুৎ কেন্দ্র গুলি সম্পর্কে । পশ্চিমবঙ্গের  জলবিদ্যুৎ কেন্দ্র গুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা, জলঢাকা, নেওরা, কুমাই ,মংপু ইত্যাদি। এদের মধ্যে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষায় ঘুরে ফিরে আসে। পাশাপাশি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রটিও খুব গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বলে রাখি সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ তথা  ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি পরীক্ষায় না আসলেও জেনে রাখা উচিত। পরবর্তীতে বিভিন্ন চাকুরীর পরীক্ষায় সাধারণ জ্ঞান হিসাবে আসতে পারে। 

আশা করি ওপরের মানচিত্রে দেখানো পশ্চিমবঙ্গের নদীগুলি অনুশীলনের মাধ্যমে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে। মানচিত্র অনুশীলনের ক্ষেত্রে যদি কোন বোঝার অসুবিধা সৃষ্টি হয়, তোমরা নিঃসংকোচে কমেন্ট বক্সে সমস্যার কথা জানিও।


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews