Anticyclone Class 10 Geography || প্রতীপ ঘূর্ণবাত দশম শ্রেণী ভূগোল || WBBSE

প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে ?


ভূপৃষ্ঠের অল্প পরিসর স্থান জুড়ে  তীব্র উচ্চচাপ গঠিত হলে,   ওই উচ্চচাপ  কেন্দ্র থেকে বায়ু ঘুরতে ঘুরতে নিম্নমুখী পার্শ্ববর্তী অঞ্চলের তুলনামূলক ভাবে নিম্নচাপের দিকে বেরিয়ে আসে.  তবে এই বায়ু,  নিয়ত বায়ুর মত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে আবর্তিত হয়.  অর্থাৎ এর উৎপত্তির কারণ এবং এর গতিপথ,  ঘূর্ণবাতের ঠিক বিপরীত বলে একে  প্রতীপ  ধন্যবাদ বলে।  প্রসঙ্গত 1861 সালে  স্যার ফ্রান্সিস গ্যালটন ঘূর্ণবাতের ঠিক বিপরীত ধর্ম লক্ষ্য করে একে Anticyclone নামে চিহ্নিত করেন। তাই বাংলায় এরনাম প্রতীপ ঘূর্ণবাত।  প্রতীপ ঘূর্ণবাত আকস্মিক বায়ু হলেও এর আবির্ভাবে  আকাশ নির্মল ও পরিষ্কার থাকে তবে  শৈত্য  প্রবাহ বেড়ে যায়। 


ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর একটি তুলনামূলক আলোচনাঃ


ঘূর্ণবাত

প্রতীপ ঘূর্ণবাত

১) ঘূর্ণবাতের কেন্দ্রে তীব্র নিম্নচাপ অবস্থান করে।

১)  প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে।

২)  ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু, নিয়ত বায়ুর বিপরীতক্রমে আবর্তিত হয়ে প্রবাহিত হয়। 

২)  প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে  বায়ু,  নিয়ত বায়ুর দিকক্রমে আবর্তিত হয়। 

৩)   ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু কেন্দ্রমুখী ও অন্তর্গামী হয়।

৩)  প্রতীপ ঘূর্ণবাতের  কেন্দ্রে বায়ু নিম্নমুখী ও বহির্গামী হয়। 

৪)  ঘূর্ণবাত বিধ্বংসী হলেও ক্ষণস্থায়ী। 

৪)  প্রতীপ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী ও দুর্বল প্রকৃতির হয়।

৫ )  ঘূর্ণবাতের আবির্ভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়।  

৫ )  প্রতীপ ঘূর্ণবাত এর আবির্ভাবে  শান্ত  ও শীতল আবহাওয়ার  সৃষ্টি হয়।




Share:

Related Posts:

No comments:

Post a Comment

Sao Paulo
19°C
Limpo
2 m/s
76%
766 mmHg
09:00
19°C
10:00
21°C
11:00
23°C
12:00
25°C
13:00
26°C
14:00
27°C
15:00
27°C
16:00
27°C
17:00
27°C
18:00
25°C
19:00
23°C
20:00
22°C
21:00
21°C
22:00
20°C
23:00
20°C
00:00
19°C
01:00
19°C
02:00
18°C
03:00
18°C
04:00
18°C
05:00
18°C
06:00
18°C
07:00
19°C
08:00
21°C
09:00
24°C
10:00
25°C
11:00
26°C
12:00
28°C
13:00
28°C
14:00
22°C
15:00
22°C
16:00
23°C
17:00
22°C
18:00
21°C
19:00
20°C
20:00
20°C
21:00
19°C
22:00
19°C
23:00
19°C

Popular Posts

Recent Posts

Total Pageviews

146,230