Difference between Tropical and Temperate Cyclone Class 10 || ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দশম শ্রেণী || WBBSE

ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ

নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির মূল কারণ তীব্র নিম্নচাপ হলেও এদের মধ্যে উৎপত্তিগত কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এগুলি নিচে আলোচনা করা হল-



ক্রান্তীয় ঘূর্ণবাত

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত

১) ক্রান্তীয় ঘূর্ণবাত প্রধানত গ্রীষ্ম ও শরৎ ঋতুতে দেখা যায়।

১)  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত  শীত ঋতুতে দেখা যায়।

২) এই প্রকার ঘূর্ণবাত  ক্রান্তীয় মন্ডলের  উষ্ণ সমুদ্র বক্ষে  উৎপত্তি লাভ করে। 

২)  এই প্রকার  ঘূর্ণবাত,  স্থলভাগ ও জলভাগ  উভয় অঞ্চলে  সৃষ্টি হয়।

৩)  ক্রান্তীয় ঘূর্ণবাতে  সীমান্ত গঠিত হয় না। 

৩)  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত  সীমান্তের উপর ভিত্তি করে সৃষ্টি লাভ করে। 

৪)  ক্রান্তীয় ঘূর্ণবাত অত্যন্ত প্রবল ও বিধ্বংসী হয়।

৪)  এই প্রকার ঘূর্ণবাত তুলনামূলক ভাবে কম শক্তিশালী। 

৫)  ক্রান্তীয় ঘূর্ণবাতের  কেন্দ্রটি শান্ত ও নির্মল প্রকৃতির হয়। 

৫)  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রটি অশান্ত হয়। 

৬) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু নিম্নগামী হয়। 

৬)  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের  কেন্দ্রে বায়ু ঊর্ধ্বগামী হয়। 

৭) ক্রান্তীয় ঘূর্ণবাতের বজ্রবিদ্যুৎ সহকারে প্রবল বৃষ্টিপাত ঘটে। 

৭)  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত একটানা কয়েকদিন হালকা বৃষ্টিপাত ঘটে। 

 


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews