ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ
নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির মূল কারণ তীব্র নিম্নচাপ হলেও এদের মধ্যে উৎপত্তিগত কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এগুলি নিচে আলোচনা করা হল-
ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ
নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির মূল কারণ তীব্র নিম্নচাপ হলেও এদের মধ্যে উৎপত্তিগত কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এগুলি নিচে আলোচনা করা হল-
ক্রান্তীয় ঘূর্ণবাত | নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত |
১) ক্রান্তীয় ঘূর্ণবাত প্রধানত গ্রীষ্ম ও শরৎ ঋতুতে দেখা যায়। | ১) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত শীত ঋতুতে দেখা যায়। |
২) এই প্রকার ঘূর্ণবাত ক্রান্তীয় মন্ডলের উষ্ণ সমুদ্র বক্ষে উৎপত্তি লাভ করে। | ২) এই প্রকার ঘূর্ণবাত, স্থলভাগ ও জলভাগ উভয় অঞ্চলে সৃষ্টি হয়। |
৩) ক্রান্তীয় ঘূর্ণবাতে সীমান্ত গঠিত হয় না। | ৩) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সীমান্তের উপর ভিত্তি করে সৃষ্টি লাভ করে। |
৪) ক্রান্তীয় ঘূর্ণবাত অত্যন্ত প্রবল ও বিধ্বংসী হয়। | ৪) এই প্রকার ঘূর্ণবাত তুলনামূলক ভাবে কম শক্তিশালী। |
৫) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রটি শান্ত ও নির্মল প্রকৃতির হয়। | ৫) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রটি অশান্ত হয়। |
৬) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু নিম্নগামী হয়। | ৬) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু ঊর্ধ্বগামী হয়। |
৭) ক্রান্তীয় ঘূর্ণবাতের বজ্রবিদ্যুৎ সহকারে প্রবল বৃষ্টিপাত ঘটে। | ৭) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত একটানা কয়েকদিন হালকা বৃষ্টিপাত ঘটে। |
No comments:
Post a Comment