Short Question Class 11 Forest Resources অরণ্য সম্পদ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একাদশ শ্রেনী

 অরণ্য সম্পদ 

১) শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ এর নাম কি? 

রডোডেনড্রন। 

২) একটি চিরহরিৎ অরণ্যের  বৃক্ষের নাম লেখ? 

মেহগনি 

৩) তারপিন তেল কোন গাছ থেকে সংগ্রহ করা হয়?

পাইন গাছ।

৪) একটি ভূমধ্যসাগরীয় অরণ্য এর বৃক্ষের নাম লেখ? 

কর্ক ও ওকে ইত্যাদি। 

৫) জলপাই গাছ কোন অঞ্চলের অরণ্যে বেশি দেখা যায়? 

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 

৬) কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয? 

কর্ক গাছ । 

৭) কোন গাছ থেকে রজন পাওয়া যায়? 

পাইন গাছ। 

৮) সরলবর্গীয় বনভূমি এশিয়ায় কি নামে পরিচিত? 

তাইগা বনভূমি। 

৯) পৃথিবীর বাণিজ্যিক কাঠের 80% কোন অরণ্যভূমি থেকে পাওয়া যায়? 

সরলবর্গীয় অরণ্য ভূমি। 

১০) কোন বনভূমি নরম কাঠের বনভূমি হিসেবে পরিচিত? 

সরলবর্গীয় বনভূমি। 

১১)কোন বনভূমিতে একই প্রজাতির বৃক্ষ বিস্তীর্ণ অঞ্চলজুড়ে জন্মাতে দেখা যায়? 

সরলবর্গীয় বনভূমি। 

১২) আমেরিকা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল কোন ধরনের অরন্যের অন্তর্গত? 

সরলবর্গীয় অরণ্যের। 

১৩) সূচালো ক্ষুদ্র পত্র যুক্ত বৃক্ষ  কোন অরণ্যে দেখা যায়? 

সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। 

১৪) হিমালয়ের পার্বত্য অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায়? 

সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। 

১৫) রাবার গাছ কোন অরণ্যে জন্মায়? 

নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি। 

১৬) কোন বনভূমির গাছ দেখতে  শঙ্কু আকৃতির? 

সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। 

১৭) পৃথিবীতে কোন ধরনের বৃক্ষের বনভূমি সর্বাধিক? 

সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। 

১৮) পৃথিবীতে তৃণভূমি গুলি কে কয় ভাগে ভাগ করা যায়? 

দুই ভাগে যথা ক্রান্তীয় অঞ্চলে তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি। 

১৯) ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকায় কি নামে পরিচিত? 

সাভানা। 

২০) নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় কি নামে পরিচিত? 

পম্পাস তৃণভূমি। 

২১) নাতিশীতোষ্ণ তৃণভূমি উত্তর আমেরিকায় কি নামে পরিচিত? 

প্রেইরি তৃণভূমি। 

২২) অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ  তৃণভূমির নাম লেখ? 

ডাউন্স তৃণভূমি। 

২৩) নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ  তৃণভূমির নাম লেখ? 

কণ্টারবেরি তৃণভূমি। 

২৪) ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? 

ক্যাম্পাস তৃণভূমি। 

২৫) ভেনিজুয়েলায় ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? 

ল্যানোস তৃণভূমি। 

২৬) দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি নাম কি? 

ভেল্ড তৃণভূমি। 

২৭) এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি নাম লেখ? 

স্টেপ তৃণভূমি। 

২৮) পৃথিবীতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত শক্ত করার কোন বনভূমিতে পাওয়া যায়? 

উষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্য। 

২৯) কোন দেশের আয়তন এর মোট কত পরিমান অরণ্য থাকা উচিত? 

33% অরণ্য  থাকা উচিত। 

৩০) সবথেকে বড় চিরহরিৎ বৃক্ষের বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়? 

দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায়। 

৩১) কোন অরণ্যভূমির গাছগুলির বছরের একটি নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়? 

পর্ণমোচী বৃক্ষের বনভূমি। 

৩২) আবলুস গাছ কোন প্রকার অরণ্যভূমিতে পাওয়া যায়? 

চিরহরিৎ বৃক্ষের বনভূমি। 

৩৩) ভারতের কোথায় নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়? 

পশ্চিমঘাট পর্বত অঞ্চল। 

৩৪) কোন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না? 

নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 

৩৫) কোন অরণ্যভূমির গাছগুলি চাঁদোয়া সৃষ্টি করে? 

নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 

৩৬) কোন অরণ্যভূমির ভিতরে অন্ধকার বা গোধূলি অবস্থান করে? 

নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 

৩৭) কোন অরণ্যভূমিতে বিভিন্ন প্রজাতির গাছ একসঙ্গে জন্মায়? 

নিরক্ষীয় চিরহরিৎ  বৃষ্টি অরণ্য। 

৩৮) কোন গাছের আঠা থেকে চুইংগাম তৈরি হয়? 

জাপোটি গাছের আঠা থেকে। 

৩৯) ভারতের অরণ্য ভূমি মূলত কোন প্রকার? 

ভারতে পর্ণমোচী বৃক্ষের বনভূমি বেশি দেখা যায়। 

৪০) কোন ধরনের গাছের পাতা মোমের আবরণ দ্বারা ঢাকা থাকে? 

ভূমধ্যসাগরীয় অরণ্য এর গাছে। 

৪১) সেগুন গাছ কোন অঞ্চলে দেখা যায়? 

নিরক্ষীয় অঞ্চলে। 

৪২) আফ্রিকার কঙ্গো অববাহিকা কোন প্রকার অরণ্য দেখা যায়? 

নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। 

৪৩) পৃথিবীর প্রায় 90 শতাংশ কাগজের মন্ড বা নিউজপ্রিন্ট কোন অরণ্য থেকে তৈরি হয়? 

সরলবর্গীয় অরণ্য ভূমি। 

৪৪) কমপক্ষে কতখানি জমির অপর গাছপালা থাকলে তাকে  অরণ্যে বলে?

0.05 হেক্টর। 

৪৫) পৃথিবীতে  উৎপাদিত মোট কাঠের  শতকরা কত ভাগ জ্বালানি রূপে ব্যবহৃত হয়? 

প্রায় 50 ভাগ। 

৪৬) দক্ষিণ আমেরিকার কোন দেশে নিরক্ষীয় চিরহরিৎ  বৃষ্টি অরণ্য দেখা যায়? 

ব্রাজিলে। 

৪৭) ব্রাজিলের নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য কি নামে পরিচিত? 

সেলভা অরণ্য ভূমি। 

৪৮) তুসক তৃণভূমি কোন দেশে দেখা যায়? 

নিউজিল্যান্ডে। 

৪৯) পার্কল্যান্ড তৃণভূমি কোথায় দেখা যায়? 

মধ্য আফ্রিকায়। 

৫০) কোন মহাদেশে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য লক্ষ করা যায়? 

এশিয়া মহাদেশে।

৫১) ম্যানগ্রোভ অরণ্য কোন মৃত্তিকায় জন্মায়? 

লবণাক্ত মৃত্তিকা ( শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা)।

৫২) ভারতের সুন্দরবনে কোন প্রকার অরণ্য দেখা যায়? 

ম্যানগ্রোভ অরণ্য ভূমি। 

৫৩) কোন প্রকার উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়? 

লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্যে। 

৫৪) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? 

গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত সুন্দরবন। 

৫৫) পৃথিবীর উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে বনভূমি গড়ে উঠেছে তার নাম কি? 

নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। 

৫৬) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এর একটি উল্লেখযোগ্য বৃক্ষের নাম লেখ? 

সেগুন গাছ। 

৫৭) ব্রাজিল নাট কোন অরণ্যভূমিতে পাওয়া যায়? 

নিরক্ষীয় চিরসবুজ বনভূমিতে। 

৫৮) কোন গাছ থেকে বোতাম তৈরি হয়? 

টাগুয়া নাট থেকে। 

৫৯) তাইগা বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়? 

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে।

৬০) ধুনো কোন গাছের নির্যাস থেকে পাওয়া যায়? 

শাল গাছ থেকে পাওয়া যায়। 

৬১) কোন গাছ থেকে অলিভ অয়েল তৈরি হয়? 

জলপাই গাছ থেকে। 

৬২) শিরাপ প্রস্তুতে কোন গাছের রস ব্যবহার করা হয়? 

ম্যাপল গাছের রস থেকে। 

৬৩) ম্যালেরিয়ার প্রতিষেধক ঔষধের নাম কি? 

কুইনাইন। 

৬৪) কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? 

সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। 

৬৫) সরলবর্গীয় অরণ্য ভূমি কোন জলবায়ুতে সৃষ্টি হয়? 

শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে। 

৬৬) ইউক্যালিপটাস কোন প্রকার অরন্যের উদ্ভিদ? 

নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। 

৬৭) কোন গাছকে কুঠার ভাঙা গাছ বলা হয়? 

কুইব্রাকো গাছকে। 

৬৮) প্রাকৃতিক পরিবেশের কোন উপাদানটি অরণ্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? 

উষ্ণতা ও বৃষ্টিপাত। 

৬৯) ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রজাতির গাছ দেখা যায়? 

হলোফাইট বা লবণাম্বু প্রজাতির গাছ দেখা যায়। 

৭০) উপকূলীয় লবণাক্ত মাটিতে কোন প্রকার অরণ্য জন্মায়? 

ম্যানগ্রোভ অরণ্য ভূমি। 

৭১) নাতিশীতোষ্ণ তৃণভূমি এর ধ্বংসের প্রধান কারণ কি? 

তৃণভূমির কৃষিজমিতে রূপান্তর। 

৭২) ভূমধ্যসাগরীয় অরণ্য থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ দ্রব্য কি? 

জলপাই তেল।

৭৩) কোন বনভূমি সব থেকে বেশি মাত্রায় বনজ সম্পদ উৎপাদন করে? 

নিরক্ষীয় বনভূমি। 

৭৪) নরম কার্ডে প্রধানত কি তৈরি করা হয়? 

দিয়াশলাই, নিউজপ্রিন্ট বা কাস্টমন্ড।

৭৫) ভারতের কোথায় করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত? 

উত্তরাঞ্চল রাজ্যে। 

৭৬) চন্দন গাছ কোন অরণ্যে দেখা যায়? 

ক্রান্তীয় মৌসুমী অরণ্যে। 

৭৭) আয়রন উড কোন অরণ্যভূমিতে দেখতে পাওয়া যায়? 

নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য ভূমিতে। 

৭৮) পৃথিবীর কোন মহাদেশে অরণ্যভূমির পরিমাণ সর্বাধিক? 

দক্ষিণ আমেরিকা মহাদেশে।

৭৯) পৃথিবীর গভীরতম অরণ্য কোথায় দেখা যায়? 

আমাজন অববাহিকা অঞ্চলে। 

৮০) কোন অরণ্য ভূমির কাঠ শক্ত ভারী হয়? 

নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য ভূমির কাঠ।

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews