পাঠ্যবিষয় হিসাবে ভূগোল
১) ভূগোল বলতে কী বোঝো?
মানুষ ও তার চারপাশের পরিবেশের যে সম্পর্ক তাকে ভূগোল বলে।
২) জিওগ্রাফি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে?
গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি শব্দটি এসেছে।
৩) কে প্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন?
গ্রিক পন্ডিত এরাটোস্থিনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন 234 খ্রীষ্টপূর্বাব্দে।
৪) Geography শব্দের Geo বলতে কী বোঝায়?
Geo শব্দের অর্থ পৃথিবী।
৫) Geography শব্দের graphy বলতে কী বোঝায়?
graphy শব্দের অর্থ বর্ণনা।
৬) "mother of all disciplines" বা "সকল বিষয়ের জননী" কোন বিষয়কে বলা হয়?
ভূগোলকে।
৭) ভূগোলের জনক কাকে বলা হয়?
এরাটোস্থিনিস।
৮) আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়?
স্ট্র্যাবো।
৯) আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
স্যার আলেকজান্ডার ভন হামবোল্ট।
১০) গাণিতিক ভূগোলের জনক কাকে বলা হয়?
আনাক্সিমেন্ডার।
১১) ভূগোল শাস্ত্রের বিকাশে কয়েকজন জার্মান ভৌগোলিক এর নাম লেখ?
ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার, ফার্দিনান্দ ভন রিখটোফেন।
১২) ভূগোল বিষয় "স্থান" এর গুরুত্ব কোন ভৌগলিক আরোপ করেন?
এমরিস জোন্স।
১৩) ভূগোলের পরিধি বলতে কী বোঝো?
ভূগোল শাস্ত্রের পরিধি হল- মানুষ প্রকৃতির সম্পর্ক, আঞ্চলিক পৃথকীকরণ এবং অবস্থান নির্ণয়।
১৪) ভূগোলবিদ ম্যাকনি ভূগোল বলতে কি বুঝিয়েছে?
ভূগোল হল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বর্ণনা ।
১৫) একজন ফরাসি ভূগোলবিদের নাম লেখ?
পল ভাইদাল দেলা ব্লাশ।
১৬) প্রাচীন ভারতীয় ভূগোলবিদদের নাম লেখ?
বরাহমিহির, আর্য ভট্ট,
১৭) "স্থান" বলতে কী বোঝো?
ভূপৃষ্ঠে মানুষ ও প্রকৃতি এর মিলিত সত্তাই হল স্থান। এই স্থান হল একক এবং অভিন্ন যা পার্শ্ববর্তী স্থান থেকে পৃথক থাকে।
১৮) গুগলকে সাংস্শ্লেষিক বিষয় বলা হয় কেন?
ভূগোল শাস্ত্রে যেমন প্রকৃতিবিজ্ঞান অর্থাৎ ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদ প্রাণিবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান তেমনি সমাজ বিজ্ঞানের বিষয় যেমন অর্থনীতি, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, ইতিহাস ইত্যাদি আলোচনা করা হয়। তাই ভূগোল হলো প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমাহারে গড়ে ওঠা এক সাংশ্লেষিক বিষয়।
১৯) ভূগোল শাস্ত্রে জ্ঞানার্জনের জন্য কোন তিনটি প্রশ্নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়?
গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন হল - কি কোথায় এবং কেন।
২০) ভূগোলকে সমাজ বিজ্ঞান বলা হয় কেন?
ভূগোল শাস্ত্রে মানুষ ও তার বিভিন্ন আর্থসামাজিক ক্রিয়া-কলাপ এর ফলে সৃষ্ট সাংস্কৃতিক পরিবেশ আলোচনা করা হয় বলে, ভূগোলকে সমাজ বিজ্ঞান বলা হয়।
২১) ভূগোল শাস্ত্রের প্রধান তিনটি বিভাগ কি কি?
প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল।
২২) প্রাকৃতিক ভূগোল বলতে কী বোঝো?
ভূমিরূপ, সাগর, মহাসাগর, নদ, হ্রদ, আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা প্রভৃতি ভূগোলের যে শাখায় আলোচিত হয় তাকে, প্রাকৃতিক ভূগোল বলে।
২৩) প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা সমূহ গুলির নাম লেখ?
গাণিতিক ভূগোল (Mathematical Geography), জ্যোতির্বিদ্যা ভূগোল (Astronomical Geography), ভূমিরূপবিদ্যা (Geomorphology), জলবায়ুবিদ্যা (Climatology), সমুদ্রবিদ্যা (Oceanography), মৃত্তিকা ভূগোল (Soil Geography) ইত্যাদি।
২৪) জীব ভূগোল বলতে কী বোঝো?
ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের জীব ও জৈবিক প্রক্রিয়া সমূহের স্থানগত ও পরিবেশগত বৈচিত্রের যথাযথ অনুসন্ধান ও বিশ্লেষণ করা হয়, তাকে জীবভূগোল বলে।
২৫) জীব ভূগোলের বিভিন্ন শাখা সমূহ গুলির নাম লেখ?
উদ্ভিদ ভূগোল (Phyto Geography), প্রাণিভূগোল (Zoo Geography), মানবীয় বাস্তুবিদ্যা (Human Ecology), পরিবেশ ভূগোল (Environmental Geography) ইত্যাদি।
২৬) মানবীয় ভূগোল বলতে কী বোঝো?
ভূগলের যে শাখায় মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর স্থানগত পার্থক্য ও সংগঠন এবং সেই সমস্ত বিষয়ের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক নিয়ে যে আলোচনা করা হয় তাকে, মানবীয় ভূগোল বলে।
২৭) মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা সমূহের নাম লেখ?
রাশিমাত্রিক বা পরিমাত্রিক ভূগোল (Quantitative Geography), অর্থনৈতিক ভূগোল (Economic Geography), জনসংখ্যা ভূগোল (Population Geography), রাজনৈতিক ভূগোল (Political Geography), ঐতিহাসিক ভূগোল (Historical Geography), সামাজিক ভূগোল (Social Geography), ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা (Geographical Thought), সাংস্কৃতিক ভূগোল (Cultural Geography) ইত্যাদি।
২৮) ভূগোল পাঠের প্রধান হাতিয়ার কাকে বলা হয়?
মানচিত্র বা ম্যাপ কে হাতিয়ার বলা হয়।
২৯) ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি কি নামে পরিচিত?
কার্টোগ্রাফি।
৩০) GIS এর পুরো অর্থ কি?
Geographic Information System.
৩১) GPS এর পুরো অর্থ কি?
Global Positioning System.
৩২) কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি কি নামে পরিচিত?
Global Positioning System বা সংক্ষেপে GPS.
৩৩) ভূগোলের কোন শাখায় পরিব্রাজন সম্পর্কে তত্ত্বগতভাবে আলোচনা করা হয়?
জনসংখ্যা ভূগোল।
৩৪) নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ভূমিরূপবিদ্যা।
৩৫) রিচার্ড হার্ডশোর্ন কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
আমেরিকা যুক্তরাষ্ট্র।
৩৬) জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি?
জীব ভূগোল।
৩৭) বাস্তুবিদ্যা বা ইকোলজি থেকে ভূগোলের কোন শাখার উদ্ভব ঘটেছে?
মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি।
৩৮) ভূগোলের কোন শাখায় আলোচিত হয় জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য?
জনসংখ্যা ভূগোল।
৩৯) খাদ্য শৃংখল ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
পরিবেশ ভূগোল।
৪০) "ভূগোল চিন্তা" শাখাটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
ভূগোল দর্শন।
৪১) মানবীয় ভূগোলের যেকোন একটি শাখার নাম লেখ?
অর্থনৈতিক ভূগোল।
৪২) ভূগোলের কোন শাখায় পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি, অক্ষাংশ, দ্রাঘিমা প্রভৃতি আলোচিত হয়?
গাণিতিক ভূগোল বা mathematical geography.
৪৩) সমাজতত্ত্বের ওপর ভিত্তি করে ভূগোলের কোন শাখার গড়ে উঠেছে?
সামাজিক ভূগোল বা social geography.
৪৪) "ভূগোল হল ব্যপ্তিস্থান বা দেশ রূপে ভূপৃষ্ঠের অধ্যায়ন করা "- এই কথাটি কে বলেছেন?
পিটার হ্যাগেট (1981).
৪৫) "ভূগোল হল ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকা বা ক্ষেত্র বিষয়ক বিজ্ঞান"- এই কথাটি কে বলেছেন?
জার্মান ভূগোলবিদ আলফ্রেড হেটনার।
৪৬) দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
গাণিতিক ভূগোল।
৪৭) ভূগোলের কোন শাখায় পরিব্রাজন (migration) সম্পর্কে তথ্য গত ভাবে আলোচনা করা হয়?
জনসংখ্যা ভূগোল।
৪৮) পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
রাশিমাত্রিক বা পরিমাত্রিক ভূগোল।
৪৯) ভূগোলে "কি" কথার অর্থ কি?
চিহ্নিতকরণ ও সনাক্তকরণ।
৫০) ভূগোলে "কেন" কথার অর্থ কি?
সম্পর্কের অনুসন্ধান ও তার ব্যাখ্যা।
৫১) মানবীয় ভূগোলের জনক কে?
ভিদাল দে লা ব্লাশ।
৫২) প্রাচীন ভারতীয় কোন গ্রন্থে সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহৃত হয়?
উঃ আর্যভট্টের সূর্যসিদ্ধান্ত গ্রন্থে।
৫২) এরাটোস্থেনিস এর মতে ভূগোল কাকে বলে?
উঃএরাটোস্থেনিস এর মতে “ভূগোল হল মানুষের বাসস্থান হিসাবে পৃথিবীপৃষ্ঠের বিবরণ”।
৫৩) “Kosmos” গ্রন্থটি কার লেখা?
উঃআলেকজান্ডার ভন হামবোল্ড।
৫৪) “Erdkunde” গ্রন্থটি কার লেখা?
উঃকার্ল রিটার।
৫৫) কোথায় প্রথম ভূগোল চর্চার সূচনা হয়েছিল?
উঃ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, 1888 খ্রীঃ।
৫৬) কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল বিভাগ প্রতিষ্ঠিত হয়?
উঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, 1899 খ্রীঃ।
৫৭) ভারতের তথা এশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চার সূচনা হয়?
উঃআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়,1927 খ্রীঃ।
৫৮) পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়, 1953 খ্রীঃ।
৫৯)পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে কার উদ্যোগে ভূগোল চর্চার সূত্রপাত ঘটে?
উঃ ড. শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
৬০) ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়?
উঃড. শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
৬১) ভূগোল শাস্ত্রের প্রধান বিষয়বস্তু কয়টি ও কি কি?
উঃ তিনটি, যথা-ভৌগোলিক অবস্থান নির্ণয়, আঞ্চলিক পৃথকীকরণ ও মানুষ-প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ।
৬২) ভূগোলে স্থান (Space) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ এমরিস্ জোন্স।
৬৩) “Dictionary of Geography” গ্রন্থটি কে রচনা করেন?
স্যার ডাডলে স্ট্যাম্প।
৬৪) ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি?
ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ ভূমিরূপ, জলবায়ু, মৃত্তিকা, জলনির্গম প্রণালী, স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী জগৎ, বিভিন্ন প্রাকৃতিক উপাদান; মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি, আঞ্চলিক পরিকল্পনা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক ও মানবিক উপাদানসমূহের পারস্পরিক আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা।
৬৫)ভূগোলকে আন্তঃসাংশ্লেষিক বা সমষ্টিগত বিষয় বলা হয় কেন?
ভূগোলে বিচ্ছিন্নভাবে সাংশ্লেষিক বা সামগ্রিক প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয় বলে একে আন্তঃসাংশ্লেষিক বা সমষ্টিগত বিষয় বলে।
৬৭) ভূগোলকে প্রকৃতি বিজ্ঞান বলা হয় কেন?
উঃভূগোলে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হয় বলে একে প্রকৃতি বিজ্ঞান বলা হয়।
৬৮) ভূগোলকে সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?
মানুষ ও মানব সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করা হয় বলে একে সামাজিক বিজ্ঞান বলা হয়।
৬৯) বিষয়ভিত্তিক পর্যালোচনার দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভূগোলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি ?
বিষয়ভিত্তিক পর্যালোচনার দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভূগোলকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-প্রণালীবদ্ধ ভূগোল ও আঞ্চলিক ভূগোল।
৭০) প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলে?
উঃভূগোলের যে শাখায় প্রকৃতি ও মানুষ কেন্দ্রিক বিভিন্ন উপাদানগুলিকে তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে পর্যায়ক্রমিকভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়, তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে।
৭১) প্রণালীবদ্ধ ভূগোলের প্রধান শাখাগুলি কি কি?
উঃপ্রণালীবদ্ধ ভূগোলের প্রধান শাখাগুলি হল-প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল ও জীব ভূগোল।
৭২) প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়?
উঃআলেকজান্ডার ভন হামবোল্ড।
৭৩) ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলা হয় কেন?
উঃভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে বলে ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলা হয়।
৭৪) আঞ্চলিক ভূগোল কাকে বলে?
উঃভূগোলের যে শাখায় পৃথিবীকে কতকগুলি সমধর্মী প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলির বর্ণনা করা হয়, তাকে আঞ্চলিক ভূগোল বলে।
৭৫) আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কাকে বলা হয়?
উঃ কার্ল রিটার/ ভ্যারোনিয়াস।
No comments:
Post a Comment