Short Question Class 12 Settlement জনবসতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দ্বাদশ শ্রেনী

জনবসতি : দ্বাদশ শ্রেণী

1) জনগণনা অনুসারে ভারতের পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা কত?

পাঁচ হাজার জন মানুষ।


2) জনগণনা অনুসারে ভারতের পৌরবসতির নূন্যতম জনঘনত্ব কত?

৪০০ জন প্রতি বর্গকিমি।


3) একটি প্রতিরক্ষা শহরের উদাহরণ দাও?

পাঁচমারি, আগ্রা, আম্বালা ইত্যাদি।


4) পৌরপুঞ্জ কাকে বলে?

একসঙ্গে লাগোয়া একাধিক শহরকে পৌরপুঞ্জ বলে।


5) কোন ধরনের জনবসতিতে প্রথম শ্রেণীর অর্থনীতিক কার্যাবলী লক্ষ্য করা যায়?

গ্রামীণ জনবসতি।


6) বিক্ষিপ্ত জনবসতি কোথায় গড়ে ওঠে?

প্রতিকূল পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে।


7) ভারতের প্রথম শ্রেণীর শহরের ন্যূনতম জনসংখ্যা কত?

এক লক্ষ জনের বেশি।


8) একটি পৌর বসতির কত শতাংশ লোক অকৃষিকজের সঙ্গে যুক্ত থাকে?

৭৫% মানুষ অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে।


9) ভারতীয় জনগণনায় standard urban area কথাটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?

১৯৭১ সালের জনগণনায়।


10) গ্রামীণ জনবসতিতে বেশিরভাগ মানুষ কোন অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন?

কৃষিকাজ।


11) একটি ধর্মীয় শহরের উদাহরণ দাও?

ভ্যাটিকান সিটি, বারানসি, মক্কা ইত্যাদি।


12) একটি পর্যটন শহরের উদাহরণ দাও?

মানালি, দার্জিলিং ইত্যাদি।


13) সমুদ্রের উপকূল বরাবর কোন প্রকার জনবসতি দেখা যায়?

রৈখিক জনবসতি দেখা যায়।


14) একটি বিশ্ববিদ্যালয় শহরের উদাহরণ দাও?

অক্সফোর্ড, কেমব্রিজ, শান্তিনিকেতন।


15) মেগাসিটি কাকে বলে?

৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে।


16) একুমেনোপলিস কাকে বলে?

সমগ্র পৃথিবী শহরে পরিণত হলে তাকে এক্যুমেনোপলিস বলা হবে।


17) একটি দ্বৈত শহরের উদাহরণ দাও?

কলকাতা-হাওড়া, হায়দ্রাবাদ- সেকেন্দ্রাবাদ ।


18) মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 

জিয়ান গটম্যান।


19) conurbation শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

প্যাট্রিক গডেস।


20) ভারতের বৃহত্তম মহানগরের নাম কি?

বৃহত্তর মুম্বাই। 


21) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত?

53 টি।


22) ভারতের কোন রাজ্যে নগরায়নের হার বেশি?

মহারাষ্ট্রে।


23) ভারতের কোন রাজ্যে নগরায়নের হার সবচেয়ে কম?

সিকিম।


24) শহরের পরবর্তী পর্যায় কে কি বলে?

নগর।


25) নগরের পরবর্তী পর্যায় কে কি বলে?

মহানগর।


26) ভারতের জনগণনা অনুসারে সর্বনিম্ন প্রশাসনিক একক কি?

মৌজা।


27) হ্যামলেট কাকে বলে?

প্রায় যোগাযোগ বিহীন ক্ষুদ্র বসতিকে হ্যামলেট বলে।


28) প্রশাসনিক শহর কাকে বলে?

প্রশাসনের সঙ্গে যুক্ত কাজকর্মকে কেন্দ্র করে প্রশাসনিক শহর গড়ে ওঠে যেমন দিল্লি, চন্ডিগড়, কলকাতা ইত্যাদি।


29) মহানগর কাকে বলে?

ছোট ছোট পৌরবসতি গুলি যুক্ত হয়ে মহানগর সৃষ্টি করে।


30) উর্বর সমতল ভূমিতে কোন প্রকার জনবসতি দেখা যায়?

বিক্ষিপ্ত জনবসতি।


31) দণ্ডকার জনবসতি কাকে বলে?

সাড়ি বদ্ধ ভাবে অবস্থিত অনেকগুলি বাসগৃহকে দন্ডাকার জনবসতি বলে।


32) বস্তি কাকে বলে? 

শহর বা নগরে অবস্থিত রেলপথ, নালা, ফাকা সরকারি জমি  প্রভৃতিতে অনৈতিকভাবে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের ভাঙাচোরা বসতিকে বস্তি বলে। 


33) বাগিচা কৃষিকে কেন্দ্র করে কোন প্রকার জনবসতি গড়ে ওঠে? 

বিক্ষিপ্ত জনবসতি। 



34)একটি বৃত্তাকার জনবসতীর উদাহরণ দাও? 

আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা বৃত্তাকার হয়। 



35) রেলপথ, রাস্তার ধারে বা নদীর তীরে কোন প্রকার জনবসতি গড়ে ওঠে? 

রৈখিক জনবসতি। 


36) কোন প্রকার কাজ নগর বা মহানগরে অনুপুস্থিত থাকে? 

প্রাথমিক কর্মধারা। 


37) গ্রামীণ ও পৌর বসতির মিশ্র এলাকা কে কি বলা হয়? 

রারবান।  Rural + Urban = Rurban.


38) কেন্দ্রীয় বাণিজ্য এলাকা কাকে বলে? 

কোন বড় শহরের কেন্দ্রীয় এলাকাকে CBD বা বানিজ্য এলাকা বলে। 


39) জার্মানিতে শহর গুলি কি নামে পরিচিত? 

স্ট্যাড।


40) আবাসিক শহর কাকে বলে? 

শুধুমাত্র বসবাসের কারণে যে সকল শহর গুলি গড়ে ওঠে তাদের আবাসিক শহর বলে। পন্ডিচেরী। 


41) ইয়োপোলিস কাকে বলে? 

উন্নত কৃষিকাজ বা খনিকে কেন্দ্র করে যে ক্ষুদ্র পৌর বসতি গড়ে ওঠে তাকে ইয়োপলিস বলে। 


42) ভারতের সবুজ গ্রাম কোথায় দেখা যায়? 
সুন্দরবনে। 


43) কোন সমাজবিজ্ঞানী শহরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা  করেছেন? 

লুই মামফোর্ড।


44) কয়েকটি ব্লক বা থানা নিয়ে গঠিত প্রশাসনিক একক কে কি বলে?

মহকুমা। 


45) দন্ডাকার বসতি অপর নাম কি? 

সাড়িবদ্ধ জনবসতি। 


46) বন্ধুর পার্বত্য ভূমিতে কোন প্রকার বসতি গড়ে ওঠে? 

বিক্ষিপ্ত জনবসতি। 


47) দক্ষিণ ভারতের বড় গ্রামগুলির জনসংখ্যা কত? 

10000 জনের বেশি। 


48) আদ্র বিন্দু বসতি বা জল বিন্দু  বসতি কোথায় দেখা যায়? 

শুষ্ক মরু অঞ্চলে। 


49) শুষ্ক বিন্দু বসতি কোথায় দেখা যায়? 

বন্যা প্লাবিত অঞ্চলে। 


50) বস্তি সৃষ্টি এর প্রধান কারণ কি? 

নগরায়ন।


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews