Geography Short Question IX Weathering আবহবিকার নবম শ্রেণী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আবহবিকার  নবম শ্রেণী  

১) আবহবিকার কাকে বলে? 

আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত উষ্ণতা আদ্রতা এবং বায়ুর চাপ প্রভৃতির কারণে ভূত্বকের উপরিভাগের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকে আবহবিকার বলে। 


২) পুঞ্জিত ক্ষয় বা স্খলন কাকে বলে? 

মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন আবহবিকার প্রাপ্ত শিলাখন্ড পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে তাকে স্খলন বা পুঞ্জিত ক্ষয় বলে। 


৩) ক্ষয়ীভবন কাকে বলে? 

বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা যখন আবহবিকার প্রাপ্ত শিলাখন্ড বহু দূরে বয়ে যায় বা পরিবাহিত হয় তাকে ক্ষয়ীভবন বলে। 


8) নগ্নীভবন কাকে বলে? 

ভূপৃষ্ঠের কোন স্থানে যখন আবহবিকার ও  ক্ষয়ীভবন একসঙ্গে কাজ করে বা সম্পাদিত হয় তাকে নগ্নীভবন বলে। 


৫) বিচূর্ণীভবন কাকে বলে? 

যেহেতু আবহবিকার এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয় তাই আবহবিকারে আরেক নাম বির্চূনীভবন। 


৬) পুঞ্জিত ক্ষয় বা স্খলন কি কি রূপে ঘটে? 

কর্দম প্রবাহ, মৃত্তিকা প্রবাহ ও ভূমিধ্বস প্রভৃতি রূপে।


৭) আবহবিকারকে কয় ভাগে ভাগ করা যায়? 

তিন ভাগে যথা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার।


৮) যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার কাকে বলে? 

তাপমাত্রা দ্রুত পরিবর্তন, কেলাস গঠন, শিলাস্তরের চাপ হ্রাস বৃদ্ধি প্রভৃতি কারণে যখন শিলার ভৌতিক পরিবর্তন হয় বা চূর্ণ বিচূর্ণ হয় বা ভেঙ্গে যায় তাকে যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার বলে। 


৯) যান্ত্রিক আবহবিকারকে ভৌত আবহবিকার বলে কেন? 

যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্নবিচূর্ন হয়ে ভেঙে যায়, কিন্তু শিলা খণ্ডগুলির বিভিন্ন উপাদানের মূল ধর্ম একই থাকে। অর্থাৎ শিলাচূর্নের ভৌত পরিবর্তন হলেও রাসায়নিক পরিবর্তন হয় না। তাই যান্ত্রিক আবহবিকার কে ভৌত আবহবিকার বলে।

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews