-
Priyankar Roy. Assist. Teacher
Kholta High School (X+2), Cooch Behar 736121.
-
Anamika Barman. Asstt.Teacher
Chengmari W.M.E. High School, Kranti, Jalpaiguri.
-
Priyankar Roy. Assist. Teacher
Kholta High School (X+2), Cooch Behar 736121.
-
Life is a Celebration
Join Our Travel Blog to Explore the Country
-
Geography Laboratory
Kholta High School (X+2), Cooch Behar 736121.
Identification of Temperature and Rainfall Graph Class XI উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র ও তার ব্যাখ্যা বা আলোচনা একাদশ শ্রেণী
Report Writing
Report Writing
Geography Short Question IX Weathering আবহবিকার নবম শ্রেণী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১) আবহবিকার কাকে বলে?
আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত উষ্ণতা আদ্রতা এবং বায়ুর চাপ প্রভৃতির কারণে ভূত্বকের উপরিভাগের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকে আবহবিকার বলে।
২) পুঞ্জিত ক্ষয় বা স্খলন কাকে বলে?
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন আবহবিকার প্রাপ্ত শিলাখন্ড পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে তাকে স্খলন বা পুঞ্জিত ক্ষয় বলে।
৩) ক্ষয়ীভবন কাকে বলে?
বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা যখন আবহবিকার প্রাপ্ত শিলাখন্ড বহু দূরে বয়ে যায় বা পরিবাহিত হয় তাকে ক্ষয়ীভবন বলে।
8) নগ্নীভবন কাকে বলে?
ভূপৃষ্ঠের কোন স্থানে যখন আবহবিকার ও ক্ষয়ীভবন একসঙ্গে কাজ করে বা সম্পাদিত হয় তাকে নগ্নীভবন বলে।
৫) বিচূর্ণীভবন কাকে বলে?
যেহেতু আবহবিকার এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয় তাই আবহবিকারে আরেক নাম বির্চূনীভবন।
৬) পুঞ্জিত ক্ষয় বা স্খলন কি কি রূপে ঘটে?
কর্দম প্রবাহ, মৃত্তিকা প্রবাহ ও ভূমিধ্বস প্রভৃতি রূপে।
৭) আবহবিকারকে কয় ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে যথা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার।
৮) যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার কাকে বলে?
তাপমাত্রা দ্রুত পরিবর্তন, কেলাস গঠন, শিলাস্তরের চাপ হ্রাস বৃদ্ধি প্রভৃতি কারণে যখন শিলার ভৌতিক পরিবর্তন হয় বা চূর্ণ বিচূর্ণ হয় বা ভেঙ্গে যায় তাকে যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার বলে।
৯) যান্ত্রিক আবহবিকারকে ভৌত আবহবিকার বলে কেন?
যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্নবিচূর্ন হয়ে ভেঙে যায়, কিন্তু শিলা খণ্ডগুলির বিভিন্ন উপাদানের মূল ধর্ম একই থাকে। অর্থাৎ শিলাচূর্নের ভৌত পরিবর্তন হলেও রাসায়নিক পরিবর্তন হয় না। তাই যান্ত্রিক আবহবিকার কে ভৌত আবহবিকার বলে।
Short Question Class 12 Settlement জনবসতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দ্বাদশ শ্রেনী
পাঁচ হাজার জন মানুষ।
2) জনগণনা অনুসারে ভারতের পৌরবসতির নূন্যতম জনঘনত্ব কত?
৪০০ জন প্রতি বর্গকিমি।
পাঁচমারি, আগ্রা, আম্বালা ইত্যাদি।
4) পৌরপুঞ্জ কাকে বলে?
একসঙ্গে লাগোয়া একাধিক শহরকে পৌরপুঞ্জ বলে।
5) কোন ধরনের জনবসতিতে প্রথম শ্রেণীর অর্থনীতিক কার্যাবলী লক্ষ্য করা যায়?
গ্রামীণ জনবসতি।
6) বিক্ষিপ্ত জনবসতি কোথায় গড়ে ওঠে?
প্রতিকূল পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে।
7) ভারতের প্রথম শ্রেণীর শহরের ন্যূনতম জনসংখ্যা কত?
এক লক্ষ জনের বেশি।
8) একটি পৌর বসতির কত শতাংশ লোক অকৃষিকজের সঙ্গে যুক্ত থাকে?
৭৫% মানুষ অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে।
9) ভারতীয় জনগণনায় standard urban area কথাটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?
১৯৭১ সালের জনগণনায়।
10) গ্রামীণ জনবসতিতে বেশিরভাগ মানুষ কোন অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন?
কৃষিকাজ।
11) একটি ধর্মীয় শহরের উদাহরণ দাও?
ভ্যাটিকান সিটি, বারানসি, মক্কা ইত্যাদি।
12) একটি পর্যটন শহরের উদাহরণ দাও?
মানালি, দার্জিলিং ইত্যাদি।
13) সমুদ্রের উপকূল বরাবর কোন প্রকার জনবসতি দেখা যায়?
রৈখিক জনবসতি দেখা যায়।
14) একটি বিশ্ববিদ্যালয় শহরের উদাহরণ দাও?
অক্সফোর্ড, কেমব্রিজ, শান্তিনিকেতন।
৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে।
16) একুমেনোপলিস কাকে বলে?
সমগ্র পৃথিবী শহরে পরিণত হলে তাকে এক্যুমেনোপলিস বলা হবে।
17) একটি দ্বৈত শহরের উদাহরণ দাও?
কলকাতা-হাওড়া, হায়দ্রাবাদ- সেকেন্দ্রাবাদ ।
18) মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
জিয়ান গটম্যান।
19) conurbation শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
প্যাট্রিক গডেস।
20) ভারতের বৃহত্তম মহানগরের নাম কি?
21) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত?
53 টি।
মহারাষ্ট্রে।
23) ভারতের কোন রাজ্যে নগরায়নের হার সবচেয়ে কম?
সিকিম।
24) শহরের পরবর্তী পর্যায় কে কি বলে?
নগর।
25) নগরের পরবর্তী পর্যায় কে কি বলে?
মহানগর।
26) ভারতের জনগণনা অনুসারে সর্বনিম্ন প্রশাসনিক একক কি?
মৌজা।
27) হ্যামলেট কাকে বলে?
প্রায় যোগাযোগ বিহীন ক্ষুদ্র বসতিকে হ্যামলেট বলে।
প্রশাসনের সঙ্গে যুক্ত কাজকর্মকে কেন্দ্র করে প্রশাসনিক শহর গড়ে ওঠে যেমন দিল্লি, চন্ডিগড়, কলকাতা ইত্যাদি।
29) মহানগর কাকে বলে?
ছোট ছোট পৌরবসতি গুলি যুক্ত হয়ে মহানগর সৃষ্টি করে।
30) উর্বর সমতল ভূমিতে কোন প্রকার জনবসতি দেখা যায়?
বিক্ষিপ্ত জনবসতি।
31) দণ্ডকার জনবসতি কাকে বলে?