▀ ভূমিরূপ কাকে বলে ?
উঃ পাহাড়, পর্বত, মালভূমি ও
সমভূমি এদের দ্বারা সৃষ্ট বৈচিত্র্যকে ভূমিরূপ বলে।
▀ ভূ-গাঠনিক
শক্তি কাকে বলে ?
উঃ
পৃথিবীর যে সকল অন্তর্জাত শক্তি ও বহির্জাত শক্তি দ্বারা ভূমিরূপের সৃষ্টি হয় তাকে
ভূ-গাঠনিক শক্তি বলে।
▀ ভূ-গাঠনিক
শক্তি কয় প্রকার ও কি কি ?
উঃ দুই
প্রকার। অন্তর্জাত শক্তি ও বহির্জাত শক্তি।
▀ অন্তর্জাত শক্তি কাকে বলে ?
উঃ
পৃথিবীর ভেতরের যে সকল শক্তি রয়েছে যেমন ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি দ্বারা
ভূমিরূপের সৃষ্টি হয় তাকে অন্তর্জাত শক্তি বলে।
▀ বহির্জাত শক্তি কাকে বলে ?
উঃ
পৃথিবীর বাইরের যে সকল শক্তি রয়েছে যেমন নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল, পুঞ্জিতক্ষয়
প্রভৃতি দ্বারা ভূমিরূপের সৃষ্টি হয় তাকে অন্তর্জাত শক্তি বলে।
▀ অবরোহণ প্রক্রিয়া কাকে বলে ?
উঃ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ,
সমুদ্র তরঙ্গ, ভৌমজল, পুঞ্জিত
ক্ষয় প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস পেলে
তাকে, অবরোহণ প্রক্রিয়া বলে।
▀ আরোহণ প্রক্রিয়া কাকে বলে ?
উঃ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ,
সমুদ্র তরঙ্গ, ভৌমজল, পুঞ্জিত
ক্ষয় প্রভৃতি প্রাকৃতিক শক্তির সঞ্চয় কাজের দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেলে
তাকে, আরোহণ প্রক্রিয়া বলে।
▀ আবহবিকার কাকে বলে ?
উঃ ভূ-পৃষ্ঠের শিলাস্তর আবহাওয়ার প্রভাবে যান্ত্রিক ভাবে শিথিল হতে হতে শিলাচূর্নে
পরিনত হয়ে বা রাসায়নিক উপায়ে বিয়োজিত হয়ে সেখানেই অবস্থান করলে তাকে আবহবিকার
বলে।
▀ ক্ষয়ীভবন কাকে বলে ?
উঃ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ,
সমুদ্র তরঙ্গ, ভৌমজল, পুঞ্জিত
ক্ষয় প্রভৃতির দ্বারা যখন আবহবিকার প্রাপ্ত শিলা বহুদূরে বহন হয়, তাকে ক্ষয়ীভবন বলে।
▀ নগ্নীভবণ কাকে বলে ?
উঃ
আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত
ক্ষয়কে একত্রে নগ্নীভবণ বলে।
▀ বহির্জাত শক্তির নিয়ন্ত্রক কাদের বলে ?
উঃ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ,
সমুদ্র তরঙ্গ, ভৌমজল, পুঞ্জিত
ক্ষয়।
▀ নদীর কাজ পৃথিবীর কোন অঞ্চলে প্রাধান্য পেয়েছে ?
উঃ
বৃষ্টি বহুল আর্দ্র অঞ্চলে ।
▀ হিমবাহের কাজ পৃথিবীর কোন অঞ্চলে প্রাধান্য পেয়েছে ?
উঃ
মেরুপ্রদেশ ও উচ্চ পার্বত্য অঞ্চলে।
▀ বায়ুর কাজ পৃথিবীর কোন অঞ্চলে প্রাধান্য পেয়েছে ?
উঃ
মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে।
▀ সমুদ্র তরঙ্গের কাজ পৃথিবীর কোন অঞ্চলে প্রাধান্য পেয়েছে ?
উঃ
সমুদ্র উপকূল অঞ্চলে ।
▀ ভৌমজলের
কাজ পৃথিবীর কোন অঞ্চলে প্রাধান্য পেয়েছে ?
উঃ
চুনাপাথর যুক্ত অঞ্চলে ।
No comments:
Post a Comment